কলকাতা: বাংলায় তৃতীয়বারের জন্য জয়ী তৃণমূল কংগ্রেস সরকার গঠন হবে তা কার্যত নিশ্চিত। এই প্রেক্ষিতে দেশের বিরোধী দলগুলোর শীর্ষ নেতৃত্ব একের পর এক প্রশংসা শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেউ বলছেন, মানুষের সেবায় ব্রতী পরিশ্রমী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হয়েছে। আবার কেউ বিজেপির বিরুদ্ধে এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন। একের পর এক টুইট করেছেন, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব থেকে শুরু করে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত থেকে শুরু করে একাধিক শীর্ষ নেতারা। টুইট করে বিজেপি দলকে একহাত নিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
प. बंगाल में भाजपा की नफ़रत की राजनीति को हराने वाली जागरुक जनता, जुझारू सुश्री ममता बनर्जी जी व टीएमसी के समर्पित नेताओं व कार्यकर्ताओं को हार्दिक बधाई!
ये भाजपाइयों के एक महिला पर किए गए अपमानजनक कटाक्ष ‘दीदी ओ दीदी’ का जनता द्वारा दिया गया मुँहतोड़ जवाब है।
# दीदी_जिओ_दीदी pic.twitter.com/wlnUmdfMwA
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 2, 2021
Congratulations @MamataOfficial on your stupendous victory!
Let us continue our work towards the welfare of people and tackling the Pandemic collectively.— Sharad Pawar (@PawarSpeaks) May 2, 2021
Congratulations Tigress of Bengal..
ओ दीदी,
दीदी ओ दीदी!
@MamataOfficial @derekobrienmp @MahuaMoitra pic.twitter.com/orDkTAuPr3— Sanjay Raut (@rautsanjay61) May 2, 2021
MO+SHA +🚩BJP🚩+ CBI 🕵️♀️ + ED 🔎+ EC 🗳️ + GODI MEDIA 📺 + TRAITORS + 💵💰 < DIDI + AB + TMC WORKERS + BENGAL
We will win over #Covid as well, for WE CARE for people
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) May 2, 2021