নয়াদিল্লি: এবারের একুশে জুলাই সম্পূর্ণ আলাদা তৃণমূল কংগ্রেসের জন্য। শুধু বাংলা নয় গোটা দেশজুড়ে এই দিন পালন করছে তৃণমূল কংগ্রেস। একাধিক রাজ্যে মঞ্চ বানিয়ে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনান হচ্ছে আজ। সেই প্রেক্ষিতেই রাজধানী দিল্লিতেও শহীদ দিবসের কর্মসূচি পালন করা হয়েছে তাদের তরফে। সেই শহীদ দিবসের মঞ্চে আজ দেখা গেল বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম সহ কংগ্রেস সাংসদ দ্বিগ্বিজয় সিং, এনসিপি প্রধান তথা সাংসদ পাওয়ার ছাড়াও আরো অনেককে। আর নিজের ভাষণ শুরু করেই তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, শরদ পওয়ার, সুপ্রিয়া সুলে, রামগোপাল যাদব, জয়া বচ্চন, তিরুচি শিবার মতো বিজেপি বিরোধী শিবিরের নেতারা দিল্লিতে বসে তাঁর ভাষণ শুনছেন ভার্চুয়ালি। তিনি তাঁদের কৃতজ্ঞতা জানাচ্ছেন।
মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মঞ্চ ব্যবহার করেই আগামী লোকসভা নির্বাচনে ‘দিল্লি চলো’ ডাক দেবেন। সেই প্রেক্ষিতে আজকে তাঁর ভাষণ বিরোধী শক্তিকে আরও জোটবদ্ধ করতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। তাই অন্যান্য রাজ্যেও আজ এই কর্মসূচি ব্যাপক গুরুত্ব দিয়ে পালন করছে শাসক দল তথা ঘাসফুল শিবির। এর আগেও একাধিকবার বিরোধী দলগুলোকে এক জায়গায় আনার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনের আগে আংশিক সফল হলেও নির্বাচনে পুরোপুরি ব্যর্থ হয়েছিল বিরোধী জোট। তাই আসন্ন লোকসভা নির্বাচনের আগে আবারও সেই বিরোধী শক্তিকে মজবুত করার প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।