ধর্নায় বসে ভরালেন ক্যানভাস, মমতার ছবি নিয়ে কটাক্ষ বিরোধীদের

ধর্নায় বসে ভরালেন ক্যানভাস, মমতার ছবি নিয়ে কটাক্ষ বিরোধীদের

কলকাতা: গতকাল নির্বাচন কমিশন একদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করার পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ঘোষণা করেছিলেন তিনি আজ ধর্নায় বসবেন। সেই মতো আজ প্রায় সাড়ে তিন ঘন্টার প্রতিবাদ ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না চলাকালীন ছবি এঁকে গেছেন বেশ কয়েকটি। সেই আঁকা ছবিগুলি প্রকাশ্যে আসতেই বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে। সিপিএম থেকে শুরু করে বিজেপি সকলেই সুদীপ্ত সেন এবং গৌতম কুন্ডু নাম নিয়ে একহাত নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আজ যখন ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন দেখা যায় তার পাশে রয়েছে একটি ছোট্ট টেবিল যেখানে অনেক রঙের টিউব এবং তুলি রাখা। একই সঙ্গে ছিল ক্যানভাস এবং একটি লাল গামছা। হুইল চেয়ারে বসে এই সময় একটার পর একটা ছবি আঁকেন তিনি। এই ছবি নিয়ে কটাক্ষ শুরু করেছে বিরোধীরা। যেমন বিজেপির তরফ থেকে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর ছবি এঁকেছেন কিন্তু সেই ছবি কেনার জন্য যারা থাকতেন তারা এখন জেলে রয়েছেন! অন্যদিকে বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি নিজের ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রসঙ্গে কটাক্ষ করেন। অন্যদিকে সিপিএম এবং দলের অনুগামীরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি। এর আগে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না নিয়েও প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা পদপ্রার্থী সুজন চক্রবর্তী। তিনি দাবি করেছিলেন, ধর্নাও এক ধরনের প্রচার, এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সওয়াল করেছিলেন তিনি।

উল্লেখ্য, রাত আটটা পর্যন্ত নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা অনুযায়ী কোনোরকম ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই অবশ্য আজ রাতের মধ্যেই পরপর দুটি সভা করবেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ও প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ এনে সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তার প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − three =