মোদি ২.০ সরকারের কাজে কতটা সন্তুষ্ট বাংলা? বলছে CNX-ABP আনন্দ সমীক্ষা

মোদি ২.০ সরকারের কাজে কতটা সন্তুষ্ট বাংলা? বলছে CNX-ABP আনন্দ সমীক্ষা

কলকাতা: করোনা সংক্রমণ বাড়লেও কিছুতেই কমছে বঙ্গ রাজনীতির উত্তাপ৷ দফায় দফায় চড়ছে রাজনৈতিক চাপানউতর৷ করোনা আবহে বঙ্গ রাজনীতির উত্তার বাড়িয়ে এবার চাঞ্চল্যকর সমীক্ষা রিপোর্ট প্রকাশ করল CNX-ABP আনন্দ৷ 

দ্বিতীয় দফায় গত এক বছরের নিরিখে মোদি সরকারের কাজ নিয়ে আপনার মত কী? CNX-ABP আনন্দের সমীক্ষা বলছে, সম্পূর্ণ সন্তুষ্ট ২৮ শতাংশ৷ কিছুটা সন্তুষ্ট ৭ শতাংশ৷ কিছুটা অসন্তুষ্ট ১১ শতাংশ৷ সম্পূর্ণ অসন্তুষ্ট ৪৯ শতাংশ৷ জানি না বলেছেন ৫ শতাংশ৷

ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা সন্তোষজনক? CNX-ABP আনন্দের সমীক্ষা বলছে, হ্যাঁ বলেছেন ৪১ শতাংশ, না বলেছেন ৫৬ শতাংশ, জানি না বলেছেন ৩ শতাংশ৷

ঘূর্ণিঝড়ের জেরে কলকাতা শহরে উদ্ভুত বিদ্যুৎ বিভ্রান্ট দ্রুত সামাল দিতে না পারার জন্য দায়ী কে? CNX-ABP আনন্দের সমীক্ষা বলছে, শুধুমাত্র CESC-র উপর দায় চাপিয়েছেন ৫ শতাংশ৷ শুধুমাত্র রাজ্যের উপর দায় দিয়েছেন ৩ শতাংশ৷ রাজ্য ও CESC, উভয়ের উপর দায় চাপিয়েছেন ৮১ শতাংশ৷ জানি না বলেছেন ১১ শতাংশ৷

গত ৮ থেকে ১১ জুনের মধ্যে এই সমীক্ষা করা হয়েছে৷ ৬ হাজার ৫০০ জনের থেকে এই বিষয়ে মতামত নেওয়া হয়েছে৷ সেই মতামত নিয়ে এই সমীক্ষা প্রকাশ করা হয়েছে৷ সমীক্ষা ধ্রবসত্য নয়, আভাস মাত্র৷ দাবি সমীক্ষক সংস্থার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *