দু’মাসের শিশুর বিরল অস্ত্রোপচার, রাজ্যের মাথায় উঠল নতুন পলক

দু’মাসের শিশুর বিরল অস্ত্রোপচার, রাজ্যের মাথায় উঠল নতুন পলক

কলকাতা: মাত্র দু’মাসের শিশুর ৫ ঘণ্টা অপারেশন করে বিরল নজির গড়ল এনআরএসের চিকিৎসকেরা। সায়ন মণ্ডল নামে ওই শিশুর হৃদপিণ্ডে জন্মগত সমস্যা ছিল, ৫ ঘণ্টা ধরে অপারেশন করার পরে তাঁকে মৃত্যুর মুখ থেকে ফেরালেন নীলরতন সরকার মেডিকেল কলেজের চিকিৎসকরা। এমনকি যেখানে বাইরে থেকে এই অপারেশন করালে খরচ পড়ত প্রায় ৫ লক্ষ টাকা, সেখানে শিশুসাথী প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে হল এই অপারেশন।

আরও পড়ুন- মাঠ থেকে উদ্ধার মহিলার নগ্ন নিথর শরীর, ধর্ষণ করে খুন? তপ্ত পিংলা

প্রসঙ্গত, ১৪ই ফেব্রুয়ারী মুর্শিদাবাদের জঙ্গিপুর হাসপাতালে জন্ম হয় সায়ন মণ্ডলের। জন্মের পরেই ধরা পড়ে সায়নের হার্টে রয়েছে একাধিক জন্মগত ত্রুটি। হার্টের দুটি নিলয়ের মাঝখানে তার ছিদ্র ছিল। এ ছাড়াও সায়নের হার্টের মূল ধমনীটি ছিল অপরিণত এবং সংকীর্ণ। ডাক্তারি পরিভাষায় যার নাম টসিগ বিং অ্যানোম্যালি, মহা ধমনী এবং পালমোনারি ধমনী উল্টো কাজ করছিল। তাই মাঝে মধ্যেই নীল হয়ে যাচ্ছিল সায়নের শরীর। গত বুধবার নাগাদ প্রায় সাড়ে ৩ কেজি ওজনের এই অপারেশন সফল করেন এনআরএসের চিকিৎসকেরা। তাঁদের এই সাফল্যে ফের রাজ্যের মাথায় উঠল নতুন পলক।

উল্লেখ্য, জন্মগত ত্রুটি সংশোধনের জন্য প্রথমে তাকে বহরমপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে রেফার করা হয় এনআরএসে। সেখানেই ৪ এপ্রিল পর্যন্ত রাখা হয় সায়নকে। হার্টের ছিদ্র বন্ধ করার সঙ্গে অপরিণত মহাধমনীও কৃত্রিমভাবে তৈরি করা হয়। কোথাও বাইরের থেকে কোষ দিয়ে আবার কোনও জায়গায় শিশুর শরীরের কোষ দিয়ে। অস্ত্রোপচার এখানেই শেষ নয়। শিশুর মহাধমনী ও পালমোনারি আর্টারি স্থানান্তর করা হয়।

আরও পড়ুন- জনপ্রিয়তার শীর্ষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু কেন?

চিকিৎসকদের মধ্যে ছিলেন অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. শম্পা দত্তগুপ্ত, ডা. বিজয় আগরওয়ালের মতো ইন্টেসিভ কার্ডিওলজিস্ট। সঙ্গে ছিলেন প্রশিক্ষিত নার্স ও টেকনিশিয়ানরা। স্বাস্থ্য অধিকর্তা ডা. অজয় চক্রবর্তীর কথায়, ‘রাজ্যের কোনও সরকারি হাসপাতালে এর আগে এত ছোট শিশুর হার্টের অস্ত্রোপচার হয়নি।’ এদিকে এনআরএসের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন শীর্ষ স্বাস্থ্যকর্তারা। বর্তমানে সুস্থ রয়েছে সায়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *