‘TET ২০১৪-র সুযোগ পেয়েছে কেবল তৃণমূল কর্মীরা’, বিস্ফোরক বিশ্বজিৎ কুণ্ডু

‘TET ২০১৪-র সুযোগ পেয়েছে কেবল তৃণমূল কর্মীরা’, বিস্ফোরক বিশ্বজিৎ কুণ্ডু

কলকাতা: দল বদলেই বিস্ফোরক বিশ্বজিৎ কুণ্ডু৷ ২০১৪ সালে টেট পরীক্ষায় নিয়োগ করা হয়েছে শুধুমাত্র তৃণমূল কর্মীদের৷ স্বপন দেবনাথ, অনুব্রত মণ্ডলরাই এই সকল তৃণমূল কর্মীদের চাকরি দিয়েছেন৷ এমনই গুরুতর অভিযোগ এনে বোমা ফাটালেন সদ্য বিজেপি’তে যোগ দেওয়া কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু৷ 

আরও পড়ুন- ‘রাজ্য আদালতকে ছেলেখেলা ধরে নিয়েছে’! রাজ্য ও বিশ্বভারতীকে জোড়া ভর্ৎসনা হাইকোর্টের

২০১৪ সালে পশ্চিমবঙ্গে টেট কেলেঙ্কারি প্রসঙ্গে বিশ্বজিৎবাবু বলেন, ওই বছর টেট পরীক্ষায় কেবলমাত্র তৃণমূল কর্মী ও তৃণমূল ঘনিষ্ঠরাই চাকরি পেয়েছিলেন৷ যদি কোনও দুর্নীতি হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তা করেছেন৷ স্বপন দেবনাথ, তপন চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল অনেকেই প্রাথমিকে তৃণমূল কর্মীদের চাকরি দিয়েছেন৷’’ তিনি আরও বলেন, ‘‘আমার স্ত্রী ও বৌদি চাকরি পেয়েছেন ঠিক কথাই৷ কিন্তু তাঁদের ছাড়াও ৬২ জনকে আমি চাকরি দিয়েছি৷ তাঁরা সকলেই দলের কর্মী৷’’ 

এই অভিযোগের জবাবে সমবায় মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘‘সম্পূর্ণ মিথ্যে অভিযোগ৷ এই কথার কোনও উত্তর আমি দেব না৷ এই ধরনের রাজনীতিতে আমি অভ্যস্ত নই৷’’ আবার প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায় ক্ষিপ্ত সুরে বলেন, ‘‘ওঁর স্ত্রী এবং বৌদি কোন ডিভিশনে পাশ করেছেন আগে প্রশ্ন করুন৷ তারপর আমার মেয়ে আর ভাগ্নির সার্টিফিকেট দেখবেন৷ আমার জামাই কিছু করে না৷ উনি বলছেন চাকরি করে দিয়েছেন৷ এই অভিযোগ মিথ্যে হলে বিশ্বজিৎ কুণ্ডুর নামে মানহানির মামলা করব৷’’

আরও পড়ুন- মোদীর অনুষ্ঠানে থাকবেন না, সৌজন্যে দেখিয়েও দেবকে একহাত নিলেন সৌমিত্র

প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট কেলেঙ্কারি নিয়ে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিল বিশ্বজিৎ কুণ্ডুর নাম৷ বিরোধীরা তো বটেই, তৃণমূলের অন্দরেও তাঁকে নিয়ে সমালোচনা কম হয়নি৷ এক সময় বলা হত প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার গন্ডি টপকাতে হলে বিশ্বজিৎ কুণ্ডুর ঘনিষ্ঠ হতে হবে৷ সেই বিশ্বজিৎ কুণ্ডু এখন অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরের সদস্য৷ বদল আনার স্লোগান তুলে দুর্নীতিমুক্ত সরকার গঠনের ডাক দিয়েছে বিজেপি৷ কিন্তু দুর্নীতিপরায়ণ নেতাদের সঙ্গে নিয়ে কি দুর্নীতি মুক্ত সরকার গড়া সম্ভব? উঠছে প্রশ্ন৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *