শুধুমাত্র ছাত্র-শিক্ষকরা দোল খেলবেন, অন্যরা কেন পারবে না: পার্থ

শুধুমাত্র ছাত্র-শিক্ষকরা দোল খেলবেন, অন্যরা কেন পারবে না: পার্থ

কলকাতা: কেন বিশ্বভারতীতে দোল উৎসব করা হবে না? বিশ্বভারতী উপাচার্যের সঙ্গে কথা বলে জট কাটানোর আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী জানান, আইন-শৃঙ্খলা দোহাই দিয়ে কখনও বিশ্বভারতীতে দোল উৎসব বন্ধ করা যাবে না৷ আমরা উপাচার্যের সঙ্গে কথা বলব৷ শুধুমাত্র ছাত্র-শিক্ষকরা দোল খেলতে পারবে, অন্যরা খেলতে পারবে না এমন হয় নাকি৷ আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার করতে বলব৷ ওঁরা তো সব সময় বলে, আমরা কোন তাদের সহযোগিতা করি না৷ এবার দেখি ওরা আমাদের সঙ্গে কথা বলতে রাজি হয় কি না৷

দোলের দিন বসন্ত উৎসব বন্ধ রাখার ঘোষণা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ পর্যটকদের আচরণের অভিযোগ তুলে এবছর বসন্ত উৎসব নির্দিষ্ট সময়ের এক মাস আগিয়ে আনার ঘোষণা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ তাতে কোনও পর্যকট অংশ নিতে পারবে না বলে জানানো হয়৷

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দোল পূর্ণিমার দিন নয়, তার আগে বা পরের কোনও পূর্ণিমার দিন হতে পারে উৎসব৷ সিদ্ধান্ত হয়েছে, এবার ১০ মার্চ দোল হলেও বসন্ত উৎসব হবে ১৯ ফেব্রুয়ারি৷ অর্থাৎ ২০ দিন আগে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =