জানা নেই পুলিশের ‘বেসিক গ্রামার’, পদোন্নতির পরীক্ষায় সাড়ে ৫ হাজার কনস্টেবলে পাশ মাত্র ৩৩২

জানা নেই পুলিশের ‘বেসিক গ্রামার’, পদোন্নতির পরীক্ষায় সাড়ে ৫ হাজার কনস্টেবলে পাশ মাত্র ৩৩২

কলকাতা: কনস্টেবল থেকে এএসআই পদে উন্নীত হওয়ার  পরীক্ষায় বসেছিলেন ৫ হাজার ৪৭৪ জন৷ কিন্তু পাশ করলেন মাত্র ৩৩২ জন৷ উত্তরপত্রে যা লিখলেন তা দেখে চোখ কপালে পরীক্ষকদের৷ প্রশ্ন এসেছিল- অ্যাসিড হামলায় কোন ধারা দেওয়া হয়?  উত্তর: ৩০২ ধারা। অপর একটি প্রশ্নের কথা ধরা যাক- জানতে চাওয়া হয়েছিল-মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? উত্তর এল- ভারত। জার্মানি বা জাপানও হতে পারে। আইনটুকুই যে জানে না৷ এঁরাই হবে ভাবী অফিসার? স্বভাবতই এহেন উত্তর দিয়ে অধিকাংশই ফেল৷ 

রাজ্য পুলিশে কনস্টেবল থেকে এএসআই পদে বিভাগীয় পদোন্নতির জন্য ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছিল। সেখানে জেনারেল নলেজ, রিপোর্ট রাইটিং, ল’ অ্যান্ড প্রসিডিওর, সোশ্যাল ভ্যালুজ অ্যান্ড অ্যাওয়্যারনেস, ড্রিল এবং ওয়েপনারির উপর প্রশ্ন করা হয়। সাড়ে ৭ থেকে ৮ হাজার কনস্টেবল ফর্ম ফিলআপ করলেও পুরুষ ও মহিলা মিলিয়ে পরীক্ষায় বসেছিলেন ৫ হাজার ৪৭৪ জন। খাতা দেখার পর পুলিশ কর্তারা বলছেন, এঁদের অধিকাংশ পুলিশের ‘বেসিক গ্রামার’ই জানেন না। এদিকে, ২ হাজার শূন্য পদ৷ মাত্র ৩৩২ জন পাশ করায় ফাঁকা পদ কীভাবে পূরণ হবে, সেটাই এখন চিন্তার বিষয়। তাই আবার পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *