পেঁয়াজে রক্ষা নেই, এবার মহার্ঘ আলু, সব্জিও

পেঁয়াজে রক্ষা নেই, এবার মহার্ঘ আলু, সব্জিও

32f68bf007103fb63c7f2731708ca4c5

কলকাতা: পেঁয়াজে রক্ষা নেই, এবার মহার্ঘ আলু৷ খুচরো বাজারে চড়চড়িয়ে বাড়ছে আলুর দাম৷ জ্যোতি আলুর দাম ২৬ টাকা থেকে ৩২ টাকায় বিক্রি হয়েছে৷ চন্দ্রমুখী আলু ৪০ টাকা দরে বিকোচ্ছে৷ একই সঙ্গে শীতকালের সব্জিতেও লেগেছে আগুন৷ শীতকালে আলুর দাম দেখে নাজেহাল জনতা৷

পেঁয়াজের অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনও মাহার্ঘ৷ নাসিক থেকে পেঁয়াজের জোগান বৃদ্ধি হওয়ায় কিছুটা কমলেও তাও এখন ১২০টাকা কেজি৷ ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে রাজ্যে উৎপাদিত নতুন আলু প্রচুর পরিমাণে বাজারে এসে যায়৷ কিন্তু এবারও বাজারে নতুন আলু আসতে শুরু করলেও কমেনি দাম৷ নভেম্বরের গোড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির জেরে আলুর চাষে ক্ষতি হয়েছে বলে দাম বাড়ছে বলে যুক্তি ব্যবসায়ীদের৷ ফলে আলু ও পেঁয়াদের সৌজন্য পকেটে টান আম জনতার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *