মহার্ঘ আলুর দোসর এবার পেঁয়াজ৷ একলাফে ১৫ টাকা বৃদ্ধি! খাবে কী জনতা?

মহার্ঘ আলুর দোসর এবার পেঁয়াজ৷ একলাফে ১৫ টাকা বৃদ্ধি! খাবে কী জনতা?

কলকাতা: করোনা মহামারীর হাত ধরে আয় কমেছে সাধারণ জনতার৷ তার উপর লাফিয়ে বাড়েছে আলুর দাম৷ সরকারি হুঁশিয়ারি এখনও কান ঢোকেনি ব্যবসায়ীদের৷ মহামারীর সুযোগে ২২-২৫ টাকার আলু এখন ৪০ টাকার দোরগোড়ায়৷ এবার মহার্ঘ আলুর দোসর এবার পেঁয়াজ৷

আলুর পর চড়চড় করে বাড়ছে পেঁয়াজের দাম৷ গত বছরের মতো এবারও পেঁয়াজ ‘সেঞ্চুরি’ হাঁকাতে পারে বলে তৈরি হয়েছে৷ মহার্ঘ  আলু ও পেঁয়াজ নিয়ে এবার চিন্তা বেড়েছে আমজনতার৷ খুচরো বাজারে এখনই পেঁয়াজের দাম ৪০ টাকা ছুঁয়েছে৷ বাজার পরিসংখ্যান বলছে, গত এক মাসের মধ্যে কেজিতে ১০-১৫ টাকা দাম বেড়েছে খুচরো বাজারে৷ পাইকারি বাজারে পেঁয়াজ এখন ২৭ থেকে ৩০ টাকা দাম উঠেছে৷

পেঁয়াজের জোগান মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের উপর নির্ভর করে৷ বেশি বৃষ্টির কারণে ওই সব রাজ্যে মাঠে থাকা পেঁয়াজের ক্ষতি হয়েছে৷ চাহিদা অনুযায়ী জোগান কম থাকায় দাম বেড়েছে বেশ খানিকটা৷ দেশের বাজারে জোগান কমলেও বিপুল পরিমাণ পেঁয়াজ বিদেশে, বিশেষ করে বাংলাদেশে রফতানি হয়ে যাচ্ছে৷ ফলে দেশের বাজারে তৈরি হচ্ছে শূন্যতা৷ মহারাষ্ট্র থেকে পাঠানো পেঁয়াজ পশ্চিমবঙ্গ সীমান্ত পার করে বাংলাদেশে ঢুকেছে৷

দেশের বাজারে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার গত বছরের সেপ্টেম্বরের শেষে বিদেশে পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করেছিল৷ গত মার্চ মাসে রফতানির উপর নিষোধাজ্ঞা তুলে নেয় কেন্দ্র৷ দেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি ঠেকাতে ফের রফতানিতে নিষেধাজ্ঞা চাপিয়েছে৷ রফতানি বন্ধ করে বাজারে জোগান বাড়ানোর চেষ্টা চললেও এখনও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি৷ বেশি দাম নিয়ে পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছেন আমজনতা৷ করোনা আবহে আলু, পেঁয়াজ, সবজিতে বেলাগাম দাম গুনতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে জনতার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =