জলের তলায় তৈলখনি, মাথায় হাত ONGC কর্তাদের

জলের তলায় তৈলখনি, মাথায় হাত ONGC কর্তাদের

31e0e4433e3687bcdb4f6622c66d09fd

অশোকনগর: বৃষ্টির জমা জলের তলায় তেলের খনি৷ ফলে কপালে চিন্তার ভাঁজ বাড়ছে ওএনজিসির৷ উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর পৌরসভার ২২নম্বর ওয়ার্ডের বাইগাছি শ্রমলক্ষ্মী কলোনী এলাকার ঘটনা৷

আরও পড়ুন- ভবানীপুরে দাঁড়িয়ে চা বেচলেন মদন, ‘এক ভাঁড় ১৫ লাখ’!

দীর্ঘ কয়েক বছর গবেষণার পর ওই এলাকায় তেলের সন্ধান পাওয়া গিয়েছিল৷ যা অন্যান্য খনির থেকে পাওয়া তেলের চেয়ে অনেক উন্নতমানের বলে জানিয়ে গিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অথচ দু’দিনের নাগাড়ে বৃষ্টির জেরে এহে তৈল খনি এলাকার কোটি কোটি টাকার যন্ত্রাংশ জলের তলায়৷ কোথাও কোমর, কোথাও গলা পর্যন্ত জল তৈলখনির ভেতর। 

আরও পড়ুন- হাওড়ায় জলমগ্ন ৪০টি গ্রাম, ডিভিসির জলে নতুন করে প্লাবিত হতে পারে শতাধিক গ্রাম

জলের তলায় তৈল খনির যাতায়াতের পথও৷ এমনকি ওএনজিসি প্রজেক্টের চারিদিকে যে সমস্ত চাষের জমি ছিল সেগুলির হালও বানভাসী৷ স্বভাবতই ওএনজিসির পাশাপাশি ক্ষতির মুখে স্থানীয় চাষিরা। জল জমার জন্য এই মুহূর্তে কাজ বন্ধ আছে ওএনজিসির। তবে জল জমার ব্যাপারে ওএনজিসির কর্মকর্তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি৷ তবে সংস্থার এক কর্মী জানান, জমা জলের জেরে কাজ বন্ধ আছে এবং ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *