গ্রীষ্ম কেবল দাবদাহই নয়, এই ঋতু আপনাকে ভাগ্য পরিবর্তনের সুযোগও দান করে- এমনটাই জানায় বৈদিক বাস্তুশাস্ত্র। বাস্তু মতে, গ্রীষ্মকালে প্রতিদিন এক পাত্র জল পাখিদের জন্য প্রদান করলে দূর হতে পারে সাতটি দোষ। জেনে রাখুন কোন কোন দোষ দূর করতে পারে এই ক্রিয়া।
• স্বাস্থ্য ক্ষেত্রে যাবতীয় দুর্যোগ দূর করে সুস্বাস্থ্যকে নিশ্চিত করে এই জলদান।
• আর্থিক সৌভাগ্যকে সুনিশ্চিত করে এই ক্রিয়া। দূর হয় অর্থকষ্ট।
• উন্নতির পথ আটকে থাকা অদৃশ্য বাধাসমূহ দূর করে পাখিদের উদ্দেশ্যে জলদান।
• সন্তানহীন দম্পতিরা এই ক্রিয়া নিয়মিত করলে সন্তান সম্ভাবনা দেখা দিতে পারে।
• এই জলদান নিয়মিত করে গেলে নতুন গৃহনির্মাণের পথের বাধা দূর হয়।
• পক্ষী-জলদান ক্রিয়া জীবন থেকে আইনি জটিলতাসমূহ দূর করে। মামলা-মোকদ্দমার জট খুলে যায়।
• বাবা-মায়ের থেকে যাঁরা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, তাঁরা এই জলদান ক্রিয়া নিয়মিত করে গেলে সুফল পাবেন— এমনটাই জানায় বাস্তুশাস্ত্র।