Aajbikel

থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পরই ব্যবসায়ীর দেহ উদ্ধার! চাঞ্চল্য শহরে

 | 
মৃত্যু

কলকাতা: এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু ঘিরে আপাতত তোলপাড় শহর। আর এই ঘটনায় সরাসরি অভিযোগ উঠছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। কারণ, মৃত্যুর কিছু আগেই তাঁকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। এরপরই ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। আমহার্স্ট স্ট্রিট থানায় ওই ব্যবসায়ীকে ডেকে পাঠানো হয়েছিল। এই ঘটনার জেরে এই মুহূর্তে কলেজ স্ট্রিট চত্বর অবরোধ করেছে ওই ব্যবসায়ীর পরিবার এবং এলাকার বাসিন্দারা। 

পরিবার সূত্রে খবর, ব্যক্তির নাম অশোক এবং তাঁর পানের দোকান রয়েছে। তাঁকে বুধবার দুপুরে হঠাৎই আমহার্স্ট স্ট্রিট ডেকে পাঠায় কোনও এক ইস্যুতে জিজ্ঞাসাবাদ করার জন্য। তিনি থানায় যান। কিন্তু বিকেলে পরিবারের সদস্যরা খবর পান যে অশোকের মৃত্যু হয়েছে। আচমকা এই ঘটনা কী ভাবে ঘটে গেল, থানায় আদতে কী হয়েছে, তা নিয়ে এখন জোর আলোচনা চলছে। মৃতের পরিবারের অভিযোগ, তাঁর স্বামীর শরীরে আঘাতের চিহ্ন আছে। তিনি থানায় গিয়ে অশোককে দেখে এসেছেন। তারা অনুমান করছেন, পুলিশ পিটিয়ে খুন করেছে তাঁকে। ব্যবসায়ীর দেহ উদ্ধার করার পর আপাতত রাখা হয়েছে মেডিক্যাল কলেজে।

Around The Web

Trending News

You May like