স্কুলের পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ শিক্ষা দপ্তরের

কলকাতা: মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করা হয়েছে ৩৩৬টি স্কুলকে। তাদের জন্য অতিরিক্ত শ্রেণীকক্ষ গড়তে প্রায় ৭০ কোটি টাকা বরাদ্দ করল শিক্ষা দপ্তর। সব মিলিয়ে ৯৩৭টি অতিরিক্ত শ্রেণীকক্ষ করার ছাড়পত্র দেওয়া হয়েছে। উন্নীত হওয়া স্কুলগুলির মধ্যে কলকাতার কোনও স্কুল নেই। তবে সব স্কুলে সমানভাবে শ্রেণীকক্ষ তৈরির অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ, কোথাও তিনটি, কোথাও দু’টি তো

স্কুলের পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ শিক্ষা দপ্তরের

কলকাতা: মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করা হয়েছে ৩৩৬টি স্কুলকে। তাদের জন্য অতিরিক্ত শ্রেণীকক্ষ গড়তে প্রায় ৭০ কোটি টাকা বরাদ্দ করল শিক্ষা দপ্তর। সব মিলিয়ে ৯৩৭টি অতিরিক্ত শ্রেণীকক্ষ করার ছাড়পত্র দেওয়া হয়েছে। উন্নীত হওয়া স্কুলগুলির মধ্যে কলকাতার কোনও স্কুল নেই। তবে সব স্কুলে সমানভাবে শ্রেণীকক্ষ তৈরির অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ, কোথাও তিনটি, কোথাও দু’টি তো কোথাও একটি করে শ্রেণীকক্ষ করার টাকা বরাদ্দ করেছে দপ্তর। দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব মিলিয়ে ৬৭ কোটি ৫৯ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকা বরাদ্দ করা হয়েছে। দ্রুত যাতে সেই টাকা স্কুলগুলিকে দিয়ে দেওয়া হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি শ্রেণীকক্ষ বা ক্লাসরুম বরাদ্দ হয়েছে পূর্ব বর্ধমানে। সেখানে ৬৭টি স্কুলের জন্য ১৯২টি অতিরিক্ত শ্রেণী করার ছাড়পত্র দিয়েছে দপ্তর। তালিকায় তারপর রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলায় ৫০টির মতো স্কুলকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করা হয়েছে। সব মিলিয়ে এই স্কুলগুলিতে ১৩২টি অতিরিক্ত ক্লাসরুম তৈরি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =