কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এ রাজ্যেও ‘এক দেশ, এক রেশন কার্ড’ ব্যবস্থা চালু হয়ে গেল। খাদ্য দফতর এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিযায়ী শ্রমিকরা যাতে সহজে দেশের যে কোনও রেশন দোকান থেকে খাদ্য দ্রব্য সংগ্রহ করতে পারেন, সে কথা মাথায় রেখেই এই ব্যবস্থা চালু করা হল। এর ফলে এ রাজ্যের বাসিন্দারা দেশের যে কোনও প্রান্ত থেকে তাদের বরাদ্দ রেশন সংগ্রহ করতে পারবেন।
যাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করা আছে, রাজ্যের মধ্যে তাঁরা যে কোনও রেশন দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন। তবে রেশন তোলার সময় আধার ভিত্তিক বায়োমেট্রিক ব্যবস্থায় নিজের পরিচয় প্রমাণ করতে হবে। রেশন ডিলারদের এখন থেকে ইপিওস অনলাইন পোর্টালে রেশন দোকানে সব লেনদেন অন্তর্ভুক্ত করতে হবে। যে মানুষেরা রাজ্যের বাইরে অন্যত্র রেশন দোকান থেকে বরাদ্দ তুলতে চাইছেন, তাতেও যাতে অসুবিধা না হয়, সেদিকেও খেয়াল রাখতে রাজ্য সরকারের তরফে রেশন ডিলার দের নির্দেশ দেওয়া হয়েছে। বাইরের রাজ্য থেকে যাঁরা এ রাজ্যে এসেছেন, তাঁরাও যাতে রেশন কার্ডের মাধ্যমে বরাদ্দ রেশন তুলতে পারেন তা দেখতে বলা হয়েছে।
আরও পড়ুন- তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই চোখ রাঙাচ্ছে জিকা, জারি সতর্কতা
খাদ্য দফতর সূত্রে খবর, রাজ্যে এখন প্রায় ১০ কোটি ৩০ লক্ষ গ্রাহক রয়েছেন। এই সমস্ত গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে। সেই কাজে গতি আনতে আগেই বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত, ৩১ জুলাইয়ের মধ্যে সুপ্রিম কোর্ট দেশজুড়ে ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু করার নির্দেশ দিয়েছিল। তার জন্য আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ জরুরি। তবে, দফতর জানিয়েছে, ৩১ আগস্টের মধ্যে সমস্ত গ্রাহক যেন তাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করে নেন।