Aajbikel

Breaking: নিয়োগকাণ্ডে আরও এক গ্রেফতারি, ধৃত ওএমআর সিট প্রস্তুতকারী সংস্থার আধিকারিক

 | 
গ্রেফতার

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়। এবার আরও একজনকে গ্রেফতার করা হল। জানা গিয়েছে, গাজিয়াবাদের ওএমআর সিট প্রস্তুতকারী সংস্থার এক আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম নীলাদ্রি দাস। তাঁর বিরুদ্ধে মূলত ওএমআর সিট বিকৃত করার অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। 

আরও পড়ুন- কেষ্টর পরিচারকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা! কার দাক্ষিণ্য? উত্তর খুঁজছে ইডি

এসএসসি নিয়োগ দুর্নীতিতে এর আগে প্রাথমিক চার্জশিট পেশ করেছিল সিবিআই। সেই চার্জশিটে বলা হয়েছিল, অপটিকাল মার্ক রেকগনিশন তথা ওএমআর শিট বিকৃত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। এই ঘটনায় শান্তিপ্রসাদ সিনহা এবং সুবীরেশ ভট্টাচার্য সরাসরি যুক্ত ছিলেন বলেও জানানো হয়৷ সেই সময়ই গাজিয়াবাদ থেকে এই সংক্রান্ত হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল এবং পরে ওএমআর সিটের বিষয়টি সামনে আসে৷ কিন্তু, বাংলার স্কুল সার্ভিস কমিশনের ওমএমআর সিট সংক্রান্ত হার্ড ডিস্ক কীভাবে গাজিয়াবাদে পৌঁছেছিল, তা নিয়েই প্রশ্ন।

 

আসলে নিয়োগ মামলায় অনেক আগে থেকেই ওএমআর সিট বিকৃত হওয়ার তথ্য পেয়েছিল সিবিআই। সেই প্রেক্ষিতেই তারা এই ওএমআর সিট প্রস্তুতকারী সংস্থার আধিকারিককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছিল। তবে তাঁর বক্তব্যে অসঙ্গতি থাকায় অবশেষে তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই দাবি করেছে, ওএমআর বিকৃতির বিষয়টি তিনি জানতেন এবং এই দুর্নীতিতে তিনি জড়িয়ে আছেন। 

Around The Web

Trending News

You May like