SSC দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রীর আত্মীয় গ্রেফতার, তিনি দুবাইয়ে হোটেলের মালিক

SSC দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রীর আত্মীয় গ্রেফতার, তিনি দুবাইয়ে হোটেলের মালিক

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এখন আপাতত তিনি জেলবন্দি। এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন প্রসন্নকুমার রায় নামের এক ব্যক্তি। তদন্ত সংস্থা সূত্রে খবর, ধৃত প্রসন্নকুমার রায় পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় এবং তিনি দুবাইয়ে এক হোটেলের মালিক। শুক্রবার রাতে কলকাতা লাগোয়া নিউ টাউন থেকে তাকে গ্রেফতার করেন সিবিআইয়ের গোয়েন্দারা।

আরও পড়ুন- দিল্লির ‘ধমকে’ কাজ? সিবিআই নিয়ে দিলীপের সুর বদলাল

তা এই ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের ঠিক কেমন আত্মীয়? সিবিআই সূত্রে জানা গিয়েছে, তিনি পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নিজামাই। তৃণমূল ক্ষমতায় আসার শুরুর দিকে রংমিস্ত্রির কাজ করতেন এই ব্যক্তি। কিন্তু এখন তার বিরাট মাপের ‘উন্নতি’ হয়েছে। দুবাইতে হোটেল ছাড়াও নিউ টাউনে একাধিক বাগানবাড়ি আছে তার বলে জানা গিয়েছে ইতিমধ্যেই। সিবিআই জানতে পেরেছে, রঙয়ের মিস্ত্রি হয়ে কাজ করার পর তিনি ঠিকাদার হন। তারপর থেকে একে একে সম্পত্তি কিনতে থাকেন। এর আগে এই দুর্নীতিতে প্রদীপ সিং নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। সঙ্গে একই সংস্থায় কাজ করতেন প্রসন্ন।

সিবিআই গোয়েন্দারা আরও জানিয়েছেন, অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখতেন ‘মিডলম্যান’ প্রদীপ৷ তিনিই অযোগ্য প্রার্থীদের বিভিন্ন তথ্য এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা সহ অন্যান্য কর্তার কাছে পাঠিয়ে দিতেন৷ শান্তিপ্রসাদের ফোন থেকেও প্রদীপের নম্বর মিলেছে৷ এখন এই প্রসন্নের সঙ্গে তাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =