বারাকপুর গুলিকাণ্ডে হাওড়া স্টেশন থেকে আটক এক: পুলিশ সূত্র

কলকাতা: গত বুধবার সন্ধ্যায় বারাকপুরে এক সোনার দোকানে ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের গুলিতে এক জনের মৃত্যু হয়। সেই ঘটনায় অবশেষে আটক করা গিয়েছে একজনকে। পুলিশ সূত্রে খবর, হাওড়া স্টেশন থেকে সানি নামের ওই যুবককে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজ দেখেই তাকে চিহ্নিত করা হয়েছিল। যদিও এই ইস্যুতে এখনও সরকারিভাবে পুলিশের তরফে কিছু জানান হয়নি। এই যুবক প্রত্যক্ষভাবে জড়িত না সেই গুলি চালিয়ে খুন করেছে তা জানতে তদন্ত চলছে। তবে আপাতত এই সন্দেহভাজন পুলিশের হেফাজতে বলেই খবর।
বারাকপুরের আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতি এবং গুলি চালানোর ঘটনায় ব্যাপক শোরগোল রাজ্যে। এই ঘটনায় মৃত্যু হয়েছে দোকান মালিকের সদ্য বিবাহিত ছেলের এবং গুরুতর জখম মালিকও। ওই দোকানের নাম সিংহ জুয়েলারি এবং মৃত নীলাদ্রি সিংহ ওরফে বাবাই (২৬)। বুধবার সন্ধে ৬টা নাগাদ বাইকে চেপে জনা চারেক দুষ্কৃতী এসে ওই দোকানে ঢোকে। তারপর তারা লুঠ করার উদ্দেশ্যে গুলি চালায়। সেই গুলি গিয়ে লাগে দোকান মালিক তথা নীলাদ্রির বাবার পায়ে। তাকে বাঁচাতে গিয়ে সেও এগিয়ে আসে। দুষ্কৃতীরা তাকে তখন বুকে গুলি করে।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজ্যের দিকেই আঙুল তুলছে বিরোধী পক্ষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ মন্তব্য করেন, বাংলাকে আফগানিস্তান তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে গিয়েছে। বোমা-বন্দুকের খেলা চলছে রাজ্যজুড়ে। তিনি আরও বলেন, জায়গায় জায়গায় নিজেদের মধ্যে লড়াই চলছে আর তার জন্য ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। এদিকে বিজেপির টিকিটে সাংসদ হয়ে তৃণমূলে ফেরা অর্জুন সিংহ পুলিশকে একহাত নিয়েছে। তিনি জানিয়েছেন, পুলিশের ভূমিকায় তিনি সন্তুষ্ট নন, তাদের ওপর রাজনৈতিক দলের নেতাদের হাত থাকে।