শোকপ্রস্তাব পাঠ করে ১ দিনেই শেষ রাজ্য বিধানসভার বাদল অধিবেশন

শোকপ্রস্তাব পাঠ করে ১ দিনেই শেষ রাজ্য বিধানসভার বাদল অধিবেশন

কলকাতা:  করোনা আবহে বুধবার শোক প্রস্তাব পাঠ করে একদিনেই সমাপ্ত হল এই মরশুমে পশ্চিমবঙ্গ বিসধানসভার বাদল অধিবেশন। করোনা সতর্কতা বিধি মাথায় রেখে পরিকল্পনা অনুযায়ী অধিবেশন শুরুর আগের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয় মন্ত্রী, বিধায়ক, বিধানসভার কর্মী এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের। তালিকায় ছিলেন মোট ৪৬৭ জন। তাঁদের মধ্যে ৮ জনের টেস্ট রিপোর্ট পজিটিভি আসে। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী দু’দিনের অধিবেশনের একদিনে করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ যা মঙ্গলবার সর্বদল বৈঠক শেষে জানিয়ে দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

বুধবারও বিধানসভা কক্ষে প্রবেশের আগে নিয়ম মেনে বিধানসভায় উপস্থিত সমস্ত মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক এবং বিধানসভার কর্মীদের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। সভাকক্ষের প্রবেশ পথে স্যানিটাইজিং টানেলের ব্যবস্থাও ছিল। প্রত্যেকের জন্য দেওয়া হয়  মাস্ক ও স্যানিটাইজার। এদিন বিধানসভার অধিবেশ শুরু হয় বেলা একটা নাগাদ। তার ১৫ মিনিট আগে বিধানসভায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। করোনা দূরত্ব বিধি মেনে মুখ্যমন্ত্রীর আসনের পাশে ফাঁকা রাখা হয়েছিল দুটি আসন। মন্ত্রী ও বিধায়কদের আসনের পাশেও একটি করে আসন ফাঁকা রাখা হয়েছিল।

পূর্ব পরিকল্পনা ছিল, একদিনের এই অধিবেশনের প্রথমার্ধে থাকবে প্রস্তাব পর্ব এবং দ্বিতীয়ার্ধে কোর্ট ফি সংশোধনী বিল আনা হবে। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে শুধু মাত্র শোকপ্রস্তাবের মধ্যে দিয়েই শেষ হয় অধিবেশন। প্রসঙ্গত, মঙ্গলবার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে যে ৮ জনের রিপোর্ট পজিটিভ আসে তাদের  মধ্যে রয়েছেন ‌২ জন বিধানসভা কর্মী, ৪ জন পুলিশকর্মী, সংবাদমাধ্যমের এক প্রতিনিধি এবং এক গাড়িচালক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + fifteen =