বালুরঘাট: গোটা দেশের পাশাপাশি রাজ্যেও নাগালের বাইরে চলে যাচ্ছে করোনা পরিস্থিতি। রেকর্ড গড়ছে দৈনিক আক্রান্ত ও মৃতের হিসেব। গত ২৪ ঘন্টায় বাংলায় আক্রান্ত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। এই অবস্থায় বুধবার রাজ্য সরকারের জন্য টিকার দাম বাড়িয়ে দিয়েছে দেশের টিকা প্রস্তুতকারী সংস্থাগুলি। সেই নিয়েই এবার গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র এক দামে টিকা কিনবে, রাজ্য এক দামে টিকা কিনবে – এই বৈষম্য কেন? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মমতা।
বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর তপনে জনসভার মঞ্চ থেকে টিকার ভিন্ন দাম নিয়ে সরব হন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “এক দেশ, এক ভ্যাকসিন, হরেক রকম দাম কেন? রাজ্য কিনলে যে ভ্যাকসিনের দাম ৪০০ টাকা প্রতি ডোজ, কেন্দ্র কিনলে সেই ভ্যাকসিনের দাম ১৫০ টাকা? আবার বেসরকারি হাসপাতাল কিনলে ৬০০ টাকা? এই বৈষম্য কেন? হচ্ছে কি এটা? যা ইচ্ছে তাই নাকি? এটা ব্যবসা করার সময় নয়। আমরা দাবি জানাচ্ছি, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক ভারতীয়কে টিকা দিতে হবে।”
প্রসঙ্গত, বুধবার সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসএসআই)-এর পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, “এবার থেকে উৎপাদনের মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে টিকার দামও। উৎপাদিত টিকার ৫০ শতাংশ পাবে কেন্দ্রীয় সরকার। বাকি ৫০ শতাংশ পাবে রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলি। রাজ্যকে এই টিকার প্রতি ডোজ কিনতে হবে ৪০০ টাকা দিয়ে আরবি সরকারি হাসপাতালকে এই টিকার প্রতি ডোজ কিনতে হবে ৬০০ টাকা দিয়ে।”