বিজেপি’র উত্তরকন্যা সফর ঘিরে ধুন্ধুমার উত্তরবঙ্গে, মৃত ১ কর্মী

বিজেপি’র উত্তরকন্যা সফর ঘিরে ধুন্ধুমার উত্তরবঙ্গে, মৃত ১ কর্মী

শিলিগুড়ি: ‘আর নয় অন্যায়’ স্লোগানকে সামনে রেখে বিজেপি’র উত্তরকন্যা সফর ঘিরে ধুন্ধুমার৷ পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধে রণক্ষেত্র হয়ে ওঠে শিলিগুড়ি৷ প্রাণ হারান এক বিজেপি কর্মী৷ তবে পুলিশের তরফে এ বিষয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ তবে বিজেপি’র দাবি, পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস আর লাঠির আঘাতে মৃত্যু হয়েছে ওই কর্মীর৷ জানা গিয়েছে নিহত বিজেপি কর্মীর নাম উলেন রায়৷ বয়স ৫০ বছর৷ 

আরও পড়ুন- ‘টাকা দিয়েছিস? হিসেব চাইবি?’ কেন্দ্রকে চরম হুঁশিয়ারি মমতার

সোমবার দুপুরে শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে বিজেপি’র উত্তরবঙ্গ অভিযানকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত৷ পুলিশি বাধার মুখে বিজেপি’র যুব মোর্চার কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই শুরু হয় ধস্তাধস্তি৷ ক্রমশ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ এদিন বিজেপি’র উত্তরকন্যা অভিযানের আগে থেকেই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছিল৷ বিজেপি’র নবান্ন অভিযান ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, তার পুনরাবৃত্তি রুখতেই কড়া প্রহরায় বসে পুলিশ৷ বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ উত্তরকন্যার কাছে এনএইচপিসি-তে ঢোকার চেষ্টা করলে তাঁকে বাধা দেওয়া হয়৷ পুলিশের সঙ্গে বচসাও বাধে তার৷ পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় তাঁকে৷ এদিন বিজেপি’র মঞ্চে দেখা গিয়েছে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় এবং তেজস্বী সূর্যের মতো নেতাদের৷  

এদিন দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি’র মিছিল শুরু হতেই ফুলবাড়ির কাছে তাঁর পথ আটকায় পুলিশ৷ শুরু হয় ধস্তাধস্তি৷ ব্যারিকেড ভেঙে দেয় বিজেপি কর্মীরা৷ নেতৃত্ব দেন বিজেপি জেলা সভানেত্রী মালতি রাভা৷ উত্তরকন্যার দেড় কিলোমিটার আগেই বিজেপি’র মিছিল আটকে দেওয়া হয়৷ তাদের রুখতে তিনবাত্তি মোড়ে জল কামান ছোড়ে পুলিশ৷ ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল৷ চরম বিশৃঙ্খলার তৈরি হয় এলাকায়৷ অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা সৌমিত্র খাঁ৷ কাঁদানে গ্যাসের সেল ফেটে অসুস্থ হয়ে পড়েন তেজস্বী সূর্যও৷ এর পরই গাড়ি নিয়ে বেরিয়ে যান কেন্দ্রীয় নেতৃত্বরা৷  তাঁরা চলে যাওয়ার পর রঙিন জল ছোড়া শুরু করে পুলিশ৷ পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটবৃষ্টি করে বিজেপি কর্মীরা৷ দু’পক্ষের আক্রমণে রণক্ষেত্রের আকার নেয় শিলিগুড়ি৷ 

আরও পড়ুন- পশ্চিমে মমতা, পূর্বের মেদিনী ছাড়লেন শুভেন্দু! এলেন রাজধানী

জানা গিয়েছে, এদিন পুলিশের ছোড়া একটি রবার বুলেট লেগেছিল শিলিগুড়ির আমবাড়ির বাসিন্দা বুথ কর্মী উলেন রায়ের গায়ে৷ তার পায়ের সামনেই একটি কাঁদানে গ্যাসের সেল এসে পড়েছিল৷ এর পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি৷ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ এর পরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − five =