একই দিনে তলব সৃঞ্জয়, শোভন, বৈশাখিকে

ফের একই দিনে সিজিও কমপ্লেক্সে হেভিওয়েটরা। সারদা মামলায় তলব পেয়ে বুধবার সিবিআই দফতরে যান প্রাক্তন সংসদ সৃঞ্জয় বসু। সিবিআই সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের তহবিল এবং ছবি সংক্রান্ত বিষয়ে সুব্রত বকসি, সৃঞ্জয় বসু এবং ডেরেক ও ব্রায়ানকে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করছে সিবিআই। চলতি সপ্তাহেই সিজিও কমপ্লেক্সে যান সুব্রত বকসি। বুধবার সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো

একই দিনে তলব সৃঞ্জয়, শোভন, বৈশাখিকে

ফের একই দিনে সিজিও কমপ্লেক্সে হেভিওয়েটরা। সারদা মামলায় তলব পেয়ে বুধবার সিবিআই দফতরে যান প্রাক্তন সংসদ সৃঞ্জয় বসু। সিবিআই সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের তহবিল এবং ছবি সংক্রান্ত বিষয়ে সুব্রত বকসি, সৃঞ্জয় বসু এবং ডেরেক ও ব্রায়ানকে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করছে সিবিআই। চলতি সপ্তাহেই সিজিও কমপ্লেক্সে যান সুব্রত বকসি। বুধবার সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় সৃঞ্জয় বসুকেও। এদিকে, এদিনই বন্ধু বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজির হন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। নারদকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের তলব করা হয় বলে ইডি সূত্রে খবর। কথাবার্তার বিষয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও, তদন্তের স্বার্থ যতবার ডাকা হবে, ততবার আসবেন বলে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে জানান বৈশাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − four =