কৃষ্ণনগর: নদীয়ার কল্যাণী মেডিক্যাল কলেজ ও জওহরলাল নেহরু হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে পরিষেবা শুক্রবার সকাল থেকে ব্যাহত। এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে ওই রোগীর বাড়ির লোকজন কর্তব্যরত জুনিয়র ডাক্তারকে মারধর করে বলে অভিযোগ।
এদিন হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থানরত জুনিয়র ডাক্তারদের অভিযোগ, এই ঘটনার পর কল্যাণী মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে বারে-বারে ফোনে জানানো হলেও তিনি আসেননি। যদিও হাসপাতালের সুপারের কোয়ার্টার থাকলেও তিনি থাকেননা। নিরাপত্তা ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তাঁরা কর্মবিরতি পালন করছেন। জানা গেছে, শিমুরালির বাসিন্দা প্রশান্ত নন্দী নামে দেড় বছরের এক শিশু শ্বাসকষ্ট নিয়ে গতরাতে ওই হাসপাতালে ভর্তি হয়। ভর্তির কিছুক্ষণ পরেই শিশুটির মৃত্যু হলে পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত চিকিৎসকের ওপর চড়াও হয়। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, শিশুটিকে বাঁচানোর তাঁরা অনেক চেষ্টাই করেছিলেন কিন্তু বাঁচানো যায়নি। এদিকে, হাসপাতালের সিসিটিভি খারাপ বলে জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেছেন।