প্রথম দিনেই চুরি ৩৫৩ টোকেন, বড়সড় ক্ষতি ইস্ট-ওয়েস্ট মেট্রোর

প্রথম দিনেই চুরি ৩৫৩ টোকেন, বড়সড় ক্ষতি ইস্ট-ওয়েস্ট মেট্রোর

কলকাতা: শুক্রবার প্রেম দিবসে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো৷ কিন্তু যাত্রা শুরুর প্রথম দিনেই উধাও ৩৫৩ টি টোকেন৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷

শুক্রবার সারাদিনে যে যাত্রীরা মেট্রো সফর করেছেন, দিনের শেষে সব রিপোর্ট মিলিয়ে দেখা গিয়েছে, ৩৫৩টি টোকেন উধাও৷ মেট্রো রেল কর্তৃপক্ষ মনে করছে, শুক্রবার যাত্রশুরুর প্রথম দিনে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ঐতিহাসিক সফরে স্মারক হিসাবে ওই টোকেনগুলি নিজেদের কাছে রেখে দিয়েছেন যাত্রীরা৷ দমদম থেকে যে মেট্রো চলাচল করে, সেই টোকেনের সঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টোকেনের বেশ কিছুটা পার্থক্য ছিল৷ এবার আর সেই কারণেই প্রথম দিনের স্মারক হিসাবে অনেক যাত্রী তা নিয়ে গিয়েছেন বলে মনে করছে কর্তৃপক্ষ৷

তবে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর তরফে জানানো হয়েছে, এই প্রবণতা আদতে যাত্রীদের জন্য স্মারক হিসাবে মনে হলেও মেট্রোরেলের পক্ষে ক্ষতিকারক৷ কারণ ৫ টাকার বিনিময়ে এই টোকেন পাওয়া গেলেও তা তৈরি করতে বহু গুন টাকা খরচ করতে হয় মেট্রো রেল কর্তৃপক্ষকে৷ একটি টিনের দাম কমপক্ষে ৩০ থেকে ৪০ টাকা খরচ হয়৷ প্রথম দিন টোকেন হারানোর জন্য কিছুটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষকে৷ এর আগেও উত্তর-দক্ষিণ মেট্রো রেলের ক্ষেত্রেও একই প্রবণতা বেড়েছে৷ সে ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়৷  এবার প্রথম দিনে টোকেন চুরির ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ৷

এমনিতেই লাভের গুড়ে চুরির থাবায় বেসামাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ৷ প্রতিমাসে চুরি হয়ে যাচ্ছে কয়েক লক্ষ টাকার টোকেন৷ পরিসংখ্যান অনুযায়ী দিনে একটি ট্রেনে গড়ে ৩টি টোকেন চুরি হচ্ছে৷ প্রতিদিন গড়ে ৩০০টি মেট্রো ট্রেন চলাচল৷ খোয়া যাচ্ছে প্রায় ৯০০টি টোকেন৷ ১টি টোকেনের দাম ২০ টাকা৷ মাসের প্রায় ২২ হাজার টোকেন চুরি হচ্ছে৷ মাসে কলকাতা মেট্রোর ক্ষতি ৪-৫ লক্ষ টাকা৷ গতবছর দুর্গা পুজোর মাসে প্রায় ৩০ হাজার টোকেন খোয়া যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =