কলকাতা: রাজ্যে শীতের আমেজ। তার মধ্যে বছরের প্রথম দিন। শীতের আমেজ গায়ে লাগিয়ে সবকিছু কাটছাঁট করে আট থেকে আশি মজেছে চরুইভাতির আমেজে। গত দু’বছর করোনা সংক্রমণের কারণে বন্ধ ছিল দক্ষিণ ২৪ পরগনার একাধিক পর্যটক কেন্দ্র। গত দু’বছর তেমনভাবে উৎসবের মেজাজে আনন্দ উপভোগ করতে পারেনি রাজ্যবাসী। কিন্তু এবার দুয়ারে ওমিক্রন হানা দিলেও উৎসবের কমতি দেখা যাচ্ছে না।
রাজ্যের নতুন করে করোনা সংক্রমণের গ্রাফ বাড়তে শুরু করেছে। কিন্তু, সেই সমস্ত গ্রাফকে কার্যত পাত্তা না দিয়ে সকাল থেকেই ডায়মন্ডহারবার, ফলতা, বকখালি, মৌসিনি দ্বীপ, হেনরি আইল্যান্ড, কুলতলি, ঝাড়খালিতে সাধারণ মানুষের ঢল নেমেছে। আনন্দে মজতে দেখা গিয়েছে আমুদে বাঙালিকে, কিন্তু করোনা স্বাস্থ্য বিধি মেনে নয়। বড়বড় সাউন্ড বক্সের সঙ্গে গানের তালে শরীর মেলাতে গিয়ে অধিকাংশের মুখে থেকে উধাও হয়েছে মাস্ক।
যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনার তৃতীয় ঢেউকে রুখতে সব রকম প্রচেষ্টা চলছে। প্রচারের পাশাপাশি আগত মানুষজনকে করোনা বিধি মেনে চলতে স্বচেতন করা হচ্ছে। কিন্তু তাতে কি কাজ হবে আদৌ? যেভাবে জনতার একাংশ সব ভুলে আনন্দে মেতেছে তাতে ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখছে চিকিৎসক মহল।