Aajbikel

ঘুষ নিয়ে জাল নিয়োগপত্র দেওয়ার অভিযোগে এবার গ্রেফতার নদিয়ার শিক্ষক

 | 
teacher

নদিয়া: রাজ্যে বেপরোয়া শিক্ষক নিয়োগে দুর্নীতিতে সামগ্রিকভাবে শিক্ষক সমাজের মাথা নীচু হয়ে গিয়েছে। অনেক প্রবীণ শিক্ষক-শিক্ষিকাই বলেন, এই সব ঘটনায় তাঁদের লজ্জা হয়। এরই মধ্যে আরও এক মাস্টারমশাই ধরা পড়লেন প্রতারণার  অভিযোগে। এবার নদিয়ায়৷ 

আরও পড়ুন- কেন খাবার ফেলে উঠে গিয়েছিলেন তিনি? জবাব দিলেন শতাব্দী

পেশায় শিক্ষক কৃষ্ণগঞ্জের বাসিন্দা কমলেন্দু রায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি সুমন ঘোষ নামের এক ব্যক্তির কাছ থেকে প্রাথমিকে চাকরি দেওয়ার নামে ৬ লক্ষ ৮৫ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। তাঁকে দু-দু’বার জাল নিয়োগপত্রও দেন। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সুমন৷  তাঁর অভিযোগের ভিত্তিতেই উত্তর ২৪ পরগনার খড়দহ থেকে অভিযুক্ত মাস্টারমশাইকে গ্রেফতার করে নদিয়া পুলিশ।


শনিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক কমলেন্দু রায়কে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ, প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে মাস ছয় আগে সুমন ঘোষ নামে এক যুবকের কাছ থেকে টাকা নেন নদিয়ার ওই শিক্ষক। টাকা নেওয়ার বেশ কিছুদিন পর তিনি সুমনকে নিয়োগপত্র দেন। কিন্তু শিক্ষকের নিয়োগপত্র নয়, স্বাস্থ্য দফতরের৷  তাও আবার জাল।


পরবর্তীতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র দেন সুমনকে। কিন্তু সুমনের দাবি, সেটিও ছিল জাল। গত ২২ জুলাই শিক্ষক কমলেন্দু রায়ের নামে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। এই ঘটনার পর নদিয়া থেকে পালিয়ে উত্তর ২৪ পরগনার খড়দহে বসবাস করতে শুরু করেন অভিযুক্ত শিক্ষক। এদিন অবশেষে পুলিশের জালে ধরা পড়েন৷ 

Around The Web

Trending News

You May like