কলকাতা: মুখ্যমন্ত্রীর দপ্তরের সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। অন্যান্য আর পাঁচজন পর্যটকের মতোই মায়াপুরের ইসকন মন্দিরে ওই ব্যক্তি বেড়াতে যান ২০১৪ সালের ১৫ মার্চ মাসে। তার পরের বছর ১২ ফেব্রুয়ারি আবারও ইসকনে আসে সে। মন্দির কর্তৃপক্ষের দাবি, ওই পর্যটক জানায় তার নাম তাপস বন্দ্যোপাধ্যায়। নিজেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের সচিব বলে পরিচয় দেয় সে। শুধু তাই নয়, সে জানায়, খুব শীঘ্রই নদিয়ার জেলাশাসক হতে চলেছেন তিনি। মন্দির কর্তৃপক্ষ তা বিশ্বাস করে নেয়। মুখ্যমন্ত্রীর সচিব বলে পরিচয় দেওয়ায় মন্দির কর্তৃপক্ষ তাকে বেশ কিছু সুযোগ-সুবিধাও দেয়। সরকারি আমলার পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি সে আর্থিক প্রতারণা করে বলেও অভিযোগ মন্দির কর্তৃপক্ষের। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪২০, ৪০৬ ও ৪১৯ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। কেন মিথ্যে পরিচয় দিয়ে প্রতারণার জন্য ইসকন মন্দিরকে বেছে নিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মুখ্যমন্ত্রীর দপ্তরের সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে
কলকাতা: মুখ্যমন্ত্রীর দপ্তরের সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। অন্যান্য আর পাঁচজন পর্যটকের মতোই মায়াপুরের ইসকন মন্দিরে ওই ব্যক্তি বেড়াতে যান ২০১৪ সালের ১৫ মার্চ মাসে। তার পরের বছর ১২ ফেব্রুয়ারি আবারও ইসকনে আসে সে। মন্দির কর্তৃপক্ষের দাবি, ওই পর্যটক জানায় তার নাম তাপস বন্দ্যোপাধ্যায়। নিজেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের সচিব বলে পরিচয়