বর্ষবরণের রাতে উত্তপ্ত দেবক গ্রাম, পিকনিক স্পটে ভাঙচুর গ্রামবাসীদের, পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ

বর্ষবরণের রাতে উত্তপ্ত দেবক গ্রাম, পিকনিক স্পটে ভাঙচুর গ্রামবাসীদের, পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ

নিজস্ব সংবাদদাতা, নৈহাটি: বর্ষবরণের রাতে ৩ টে অবধি ডিজে বক্স বাজিয়ে হল্লা, সকাল থেকে ভিড় নৈহাটি থানার মামুদপুর গ্রামপঞ্চায়েতের দেবক গ্রামে নাইস পার্কে৷ পিকনিক করতে জড়ো হয় বহু মানুষ৷ ভিড়ের জেরে গ্রামের রাস্তায় তৈরি হয় যানজট৷ যার প্রতিবাদ করতে গিয়ে পিকনিক করতে আসা মানুষদের সঙ্গে বচসা গ্রামবাসীদের৷ গাড়ি পার্কিং নিয়ে চরমে ওঠে বচসা৷ পিকনিক স্পটে ঢুকে রীতিমত ভাঙচুর চালানোর অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় নৈহাটি থানার পুলিশ৷ পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের সঙ্গেও৷ এরপরই উত্তেজিত গ্রামবাসীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে, এমনকি ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও৷ পরিস্থিতি বেগতিক দেখে নামানো হয় র‍্যাফ৷ গ্রামবাসীদের সঙ্গে হাতহাতিতে আহত হন ৩ পুলিশ কর্মী৷ এদিকে গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের মারে আহত হয়েছে স্থানীয় বেশ কয়েকজন৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে এলাকায়৷ 

বর্ষবরণের রাত কার্যত রণক্ষেত্র হয়ে উঠল নৈহাটির দেবক গ্রামে৷ এই গ্রামের নাইস পার্কে দুরদুরান্ত থেকে প্রচুর মানুষ পিকনিক করতে আসে৷ শুক্রবার মূলত তাদের সঙ্গে বচসা বাধে গ্রামবাসীদের৷ রাস্তার ওপর গাড়ি পার্কিং করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত৷ যা কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =