সোমবারই সম্ভবত তৃণমূলে শিখা মিত্র, জল্পনা তুঙ্গে

সোমবারই সম্ভবত তৃণমূলে শিখা মিত্র, জল্পনা তুঙ্গে

 

কলকাতা:  বিধানসভা ভোটের আগে থেকেই জল্পনা মাথাচাড়া দিয়েছিল৷ কানাঘুষো চলছিল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস যোগ দিতে চলেছেন তিনি৷ কারণ ইতিমধ্যেই তাঁর ঘনিষ্ঠদের অনেকেই দলত্যাগ করেছেন৷ এবার পালা তাঁর৷ জোড় জল্পনা, আগামী সোমবারই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র৷ তৃণমূলের হাত ধরেই বিজেপি বিরোধী লড়াইয়ে সামিল হতে চলেছেন তিনি৷ 

আরও পড়ুন- পরিবার পিছু মাসে ৭,৫০০ টাকা দিতে হবে কেন্দ্রকে, দাবি মমতার, সমর্থন বিরোধীদের

জানা গিয়েছে, ইতিমধ্যেই শিখা মিত্রের সঙ্গে দেখা করেছেন সাংসদ মালা রায়৷ তাঁদের মধ্যে দীর্ঘ আলোচনা হয় বলেও খবর৷ বড় কোনও অঘটন না ঘটলে আগামী সপ্তাহের শুরুতেই তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন সোমেন জায়া৷ উল্লেখ্য, কিছু দিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে কড়া চিঠি লিখে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন সোমেন পুত্র রোহন মিত্র৷ এবার শিখা মিত্র বলছেন, একমাত্র বিজেপি’র রথ রুখতে পারবেন মমতাই৷ 
 

গত মাসে মুকুল রায়ের সঙ্গে শিখা মিত্রর কথা হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও শিখার ঘনিষ্ঠ মহলের দাবি, মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণাদেবীর প্রয়াণের পর এটা ছিল সৌজন্যমূলক ফোন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম ছিল শিখা মিত্রের। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে টিকিট দেওয়ার কথাও ভেবেছিল বিজেপি৷ কিন্তু বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে প্রার্থী পদ থেকে সরে দাঁড়ান শিখা। অনেকেই মনে করেন, তৃণমূলের প্রতি কিছুটা হলেও নরম তিনি। প্রসঙ্গত, শিখা মিত্র ও রোহন মিত্রকে বিজেপিতে আনার যথেষ্ট চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারীও৷ কিন্তু শিখা তৃণমূলে যোগ দিলে ব্যর্থ হবে সেই প্রচেষ্টা৷ 

আরও পড়ুন- বাঘ মানুষের লড়াই সুন্দরবনের জঙ্গলে, মৃতদেহর সঙ্গে বাঘের লোম ছিড়ে আনলেন মৎস্যজীবীরা

অন্যদিকে জানা যাচ্ছে, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা জনপ্রিয় নেতা সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্রকে ফোন করেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরাসরি ‘বঙ্গ জননী বাহিনী’তে তাঁকে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন বলেও খবর৷ যা বঙ্গ রাজনীতিতে নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ। রাজনীতির কারবারিদের মতে, শিখা মিত্রর তৃণমূলে যোগদান সময়ের অপেক্ষামাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =