আজ বিকেল: ভয় দেখিয়ে ভোট পেতে চাইছে অর্জুন, তাই এলাকায় গুন্ডামি করছে, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে৷ এই অভিযোগ এনে বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে নজরবন্দি করার আবেদন জানিযে কমিশনের কাছে দরবার করলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। সোমবারই পঞ্চমদফার নির্বাচন, ঠিক তার আগেই অর্জুনের বিরুদ্ধে কমিশনে গেলেন জ্যোতিপ্রিয়।
৬ মে অর্থাৎ সোমবার বারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন৷ সেই দিনই অর্জুনকে নজরবন্দী করার নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক৷ তিনি বলেন, ‘‘ওকে যাতে নজরবন্দী করা যায়, নির্বাচন কমিশনের কাছে সেই আবেদন করেছি। আমরাও ওর উপর নজর রাখছি, ভোটের দিনও নজর রাখব। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে না।’’
অর্জুন সিং বলেন, ‘‘আমি চোর না ডাকাত? ও চাইলেই তো সেটা হবে না। ওরা অনেক মিথ্যা অপপ্রচার করেছে। সব উত্তর ২৩ মে পেয়ে যাবে। অনেক পরিশ্রম করেছি। প্রায় সব এলাকায় গিয়েছিলাম। মানুষ এবার বারাকপুরে পরিবর্তন চাইছে। আমাকে মানুষ সুখ দুঃখে পাশে পায়। মানুষের সঙ্গে থেকে মানুষের কাজ করতে চাই৷ এতো বছর মানুষ যে পরিষেবা পায়নি, তা আমার কাছ থেকে পাবে। বারাকপুরের সার্বিক উন্নয়নের কাজ করতে চাই আমি।’’
অর্জুনবাবুর দাবি, তৃণমূলের আর সমর্থক নেই। ওদের অবস্থা শোচনীয়, তাই অপপ্রচার করে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে।