এক লাফে চলন্ত বাইকে উঠে ইভটিজারকে পাকড়া তরুণীর

কলকাতা: রাস্তায় গতিতে মোটরবাইকে ছুটছে হেলমেট পরা এক যুবক। আর তাঁর পিছনে বসে থাকা বয়স একুশের এক তরুণী তার গলা জড়িয়ে ঘুসি মেরেই চলেছে। এটা কোনও সিনেমার দৃশ্য নয়। সোমবার রাতে এভাবেই ওই যুবককে মেরে বাইক থেকে রাস্তায় ফেললেন ওই তরুণী। পরে পুলিসের হাতে তুলেও দিলেন অভিযুক্তকে। সার্ভে পার্ক থানার পুলিস জানিয়েছে, শ্লীলতাহানিতে অভিযুক্ত ওই

এক লাফে চলন্ত বাইকে উঠে ইভটিজারকে পাকড়া তরুণীর

কলকাতা: রাস্তায় গতিতে মোটরবাইকে ছুটছে হেলমেট পরা এক যুবক। আর তাঁর পিছনে বসে থাকা বয়স একুশের এক তরুণী তার গলা জড়িয়ে ঘুসি মেরেই চলেছে। এটা কোনও সিনেমার দৃশ্য নয়। সোমবার রাতে এভাবেই ওই যুবককে মেরে বাইক থেকে রাস্তায় ফেললেন ওই তরুণী। পরে পুলিসের হাতে তুলেও দিলেন অভিযুক্তকে।

সার্ভে পার্ক থানার পুলিস জানিয়েছে, শ্লীলতাহানিতে অভিযুক্ত ওই যুবকের নাম সুবোধ শর্মা (২৮)। তার বাড়ি ছিট কালিকাপুরে। এই সাহসিকতার জন্য ওই তরুণীকে মঙ্গলবারই কলকাতা পুলিসের তরফে সম্মানিত করা হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী সোমবার রাত পৌনে এগারোটা নাগাদ মোমিনপুর থেকে রক ক্লাইম্বিংয়ের প্রশিক্ষণ সেরে বাড়ি ফিরছিলেন।

তিনি মোমিনপুর থেকে বাসে করে যাদবপুর সুলেখা মোড়ে নামেন। তারপর প্রতিদিনের মতোই অলি-গলি দিয়ে হেঁটেই বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসার পর তাঁর পাশ দিয়ে এক বাইক আরোহী অত্যন্ত দ্রুতগতিতে বেরিয়ে যায়। তরুণী বললেন, হেলমেট পরে থাকায় তিনি মুখ দেখতে পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 − 1 =