বৃদ্ধার আন্দোলনে থমকালো শতাব্দী! স্তম্ভিত তারকা, কে এই বৃদ্ধা? কেমনই বা এমনটা করলেন?

বীরভূম: অনুব্রত নেই। কিন্তু ভোটের দিন সকাল থেকেই বীরভূমের উপর দিয়ে বইছে ভোটের গরম হাওয়া। এরই মাঝে একরাশ ক্ষোভ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অশিতীপর বৃদ্ধা।…

বীরভূম: অনুব্রত নেই। কিন্তু ভোটের দিন সকাল থেকেই বীরভূমের উপর দিয়ে বইছে ভোটের গরম হাওয়া। এরই মাঝে একরাশ ক্ষোভ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অশিতীপর বৃদ্ধা।

 

বয়সের ভারে ন্যূব্জ শরীর। পরনে কালো পাড়ের সাদা শাড়ি! মাথায় ঘোমটা৷ হঠাৎই ভোট পরিদর্শনে বেরনো তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের গাড়ির সামনে এসে হাজির তিনি৷ আচমকাই ওই মহিলা শতাব্দীর গাড়ির সামনে চলে আসায় জোরে ব্রেক কষেন গাড়ির চালক। তারপর যা ঘটলস তা হয়তো অনেকেই ভাবতে পারেননি৷ একেবারে বিদায়ী সাংসদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তিনি। অভিযোগ, কোনও সরকারি ভাতা পাননি তিনি৷ ভোটের সকালে সেই ক্ষোভই উগরে দেন বৃদ্ধা। শুধু না পাওয়াই নয়, বৃদ্ধার বিস্ফোরক অভিযোগ, ‘‘সরকারি ভাতার কোনও টাকাই পাই না। সব টাকা তোমার দলের কর্মীরা নিয়ে নেয়।’’ বৃদ্ধার এহেন অভিযোগে অস্বস্তিতে পড়েন তৃণমূল প্রার্থী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *