কলকাতা: শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগে নিজেদের সৈনিকের তালিকা প্রস্তুত করতে মরিয়া এখন প্রতিটি শিবিরই। তবে ঘাসফুল শিবিরের এবারের প্রার্থীতালিকায় ঘটতে পারে বেশকিছু রদবদল৷ এমনটাই ইঙ্গিত মিলেছে দলীয় সূত্রে৷ বেশ কিছুদিন আগে তৃণমূল দলের তরফে জানা গিয়েছিল, ৮০ বেশি বয়সের কাউকেই এবার নির্বাচনে প্রার্থী করা হবে না৷ আর এই সূত্র ধরে এগোলে তৃণমূলের প্রার্থীতালিকা থেকে বাদ যেতে পারে অনেক হেভিওয়েটের নাম৷ যার মধ্যে রয়েছে দুই মন্ত্রীর নামও৷ একনজরে দেখে নেওয়া যাক বাদের তালিকায় কে কে থাকতে পারেন।
এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল থেকে লড়াই করার টিকিট সম্ভাব্য উপায়ে না পেতে পারেন রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী অমিত মিত্র। তার বয়সের কারণে এই বাদের সম্ভাব্য তালিকায় তাঁর নামই সবার উপরে থাকতে পারে। পাশাপাশি এবারের প্রার্থীতালিকা থেকে বাদ পড়তে পারেন তৃণমূলের আগেরবারের বিধায়ক মালা সাহা, সোনালী গুহ, শঙ্কর সিং, পরেশ দত্ত, গৌরী শঙ্কর দত্ত, রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জটু লাহিড়ী, ব্রজমোহন বন্দ্যোপাধ্যায়ের মনো নাম৷ এছাড়াও তৃণমূলের এবারের প্রার্থীতালিকা থেকে বাদ পড়তে পারেন রাজ্যের বিদ্যুতমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পাশাপাশি এবারের নির্বাচনের লড়াইয়ে অংশ না নেওয়ার ইচ্ছেপ্রকাশ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তৃণমূল নেতা রবিরঞ্জন চট্টোপাধ্যায়ও৷
তৃণমূলের বর্ষীয়ান ব্রিগেড এবারের নির্বাচনের প্রার্থীতালিকায় সম্ভাব্য বাদের দলে থাকলেও এবার তৃণমূলের নির্বাচনী তালিকায় থাকছে কিছু নতুন মুখের চমক। দলীয় সূত্রে খবর, এবারের বিধানসভা নির্বাচনে দলত্যাগী শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় এবার ভোটের টিকিট পেতে পারেন ঘাসফুল শিবির থেকে। এছাড়াও তৃণমূলের এবারের প্রার্থীতালিকায় জায়গা হতে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবীর, জীবন সাহা, অতীন ঘোষ, মানিক ভট্টাচার্য, শুভঙ্কর সিং, তাপস মন্ডল, অশোক রুদ্র, দেবরাজ রায়, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জয়া দত্ত,তৃণাঙ্কুর ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য, মনোজ তিওয়ারি, বীরবাহা হাঁসদা, সুদীপ রাহা প্রমুখদের। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী বিধানসভা নির্বাচনের জন্য শুক্রবারই পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ করতে পারে তৃণমূল৷