গত বছরের স্মৃতি উস্কে ফের জমা জলে বৃদ্ধের মৃত্যু!

গত বছরের স্মৃতি উস্কে ফের জমা জলে বৃদ্ধের মৃত্যু!

হাবরা: ফের জমা জলে মৃত্যু হাবরায়। সোমবার রাতে মৃতদেহ উদ্ধার করল হাবড়া থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ একই সঙ্গে ফিরে এসেছে গত বছরের স্মৃতি৷ গত বছর হাবরায় জমা জলে একটি দু’বছরের শিশুর মৃত্যু হয়েছিল। ঘটনার জেরে পুরসভার জল নিকাশি ব্যবস্থাকে কাঠগড়ায় তুলেছিলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি।

পুরসভার তরফে আশ্বাস দেওয়া হয়েছিল নিকাশি সমস্যা সুরাহা করার৷ কিন্তু আদতে তা যে হয়নি এদিনের ঘটনায় তা ফের স্পষ্ট হল বলে মনে করছেন এলাকার বাসিন্দারা৷ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, জমা জলে মৃত মৃত বৃদ্ধর নাম প্রশান্ত দাস(৬০)। হাবরা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তিন নম্বর রেল কলোনিতে একাই থাকতেন তিনি৷ জানা গিয়েছে, ওই বৃদ্ধ প্রচন্ড নেশা করতেন। তাই নেশাগ্রস্ত অবস্থায় কোনওভাবে জমা জলে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান পরিজনদের।

প্রসঙ্গত, বৃষ্টি থেমেছে কবেই৷ তবু হাবরার বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন৷ রবিবার ওই জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ তাঁর কাছে নিকাশি সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা৷ এরপরই মন্ত্রী তথা বিধায়কের উদ্যোগে পুরসভার তরফে পাম্প লাগিয়ে জলমগ্ন এলাকার জল নামানোর কাজ শুরু হয়৷ আর সেই জল নামতেই বৃদ্ধর ঘর থেকে জমা জলের মধ্য থেকে মৃতদেহ উদ্ধার হয়। তিনি বাড়িতে একাই ছিলেন। মৃত দেহে পচন ধরতে শুরু করেছিল। ঘটনার জেরে একই সঙ্গে এলাকার শোক ও আতঙ্ক নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *