টিকা নিতে গিয়ে সিভিক ভলেন্টিয়ারের মারে বৃদ্ধর মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার চাঁচলে

টিকা নিতে গিয়ে সিভিক ভলেন্টিয়ারের মারে বৃদ্ধর মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার চাঁচলে

চাঁচল:করোনা ঠিকা নিতে এসে এক বৃদ্ধের মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি মালদহের চাঁচলে। মালদহের চাঁচল-২ ব্লকের ধানগাড়া বিষণপুর হাই মাদ্রাসা স্কুলের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়৷ পরিস্থিতি সামাল দিতে চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম, আরজাউল হক (৬৫)৷ বাড়ি চাঁচল-২ নম্বর ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের এলাঙ্গী গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ যে, এদিন ওই হাই মাদ্রাসা স্কুল করোনার টিকা নিতে আসতে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়৷ তখন সিভিক ভলেন্টিয়াররা মারধর করে বলে অভিযোগ৷ তারই জেরে ওই বৃদ্ধের মৃত্যু হয় বলে অভিযোগ।

তাঁদের অভিযোগ, যে এদিন ওই টিকা কেন্দ্র শিবিরে সিভিক ভলেন্টিয়ারেরা তাদের নিজেদের লোকেদেরকে টিকা পাইয়ে দেওয়ার জন্য অন্যান্যদের সাথে দুর্ব্যবহার এবং মারধর করে৷ এরপর ওই ঘটনার প্রতিবাদ জানাতে গেলেই সিভিক ভলেন্টিয়াররা মারধর করে বলে অভিযোগ৷ যদিও চাঁচল থানার পুলিশের দাবি, হুদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। বরং বৃদ্ধের আত্মীয়রা চাঁচল থানার এক সিভিক ভলেন্টিয়ারকে ব্যাপক মারধর করে বলে পাল্টা অভিযোগ করেছে পুলিশ।

পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, এদিন চাঁচল-২ নম্বর ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের ধানগাড়া বিষণপুর হায়মাদরাসা স্কুলের করোনা টিকা কেন্দ্রের শিবিরের আয়োজন করা। এদিল শিবিরে ওই গ্রাম পঞ্চায়েতের মোট তিন হাজার ব্যক্তিদের মধ্যে টিকাকরণ করার জন্য মোট আটটি কাউন্টার করা হয়। আচমকায় ভিড় বেড়ে যায়৷ তারপরই গোলমালের সূত্রপাত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + six =