Aajbikel

রাজ্যের পাঁচ জেলায় তেল-গ্যাসের হদিশ! ২২ জায়গায় খননের তোড়জোড় ONGC-র

 | 
তোল গ্যাস

 কলকাতা:  রাজ্যের আরও পাঁচ জেলায় মাটির নীচে মিলল বিপুল পরিমাণ তেল ও গ্যাসের সন্ধান৷ এই পাঁচ জেলার মোট ২২টি জায়গা চিহ্নিত করা হয়েছে৷ শুরু হয়েছে খননের তোড়জোড়। এর জন্য প্রাথমিকভাবে আনুমানিক খরচ হবে প্রায় ৬০০ কোটি টাকা৷ কোন জেলায় কতটা পরিমাণ তেল ও গ্যাস রয়েছে, এবং সেগুলি কোন অবস্থায় রয়েছে তা খনন প্রক্রিয়া শেষ হলেই বোঝা যাবে। তবে বাণিজ্যিকভাবে কবে থেকে তেল ও গ্যাস উত্তোলন শুরু করা যাবে, তার ধারণা পাওয়া যাবে ‘ড্রিল সাইট’ থেকে। 


তবে উত্তর ২৪ পরগনার অশোকনগরে ইতিমধ্যে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন। ওএনজিসি সূত্রে খবর, নতুন করে উত্তর ২৪ পরগনার ১৩টি, দক্ষিণ ২৪ পরগনার তিনটি, নদীয়ার একটি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাঁচটি জায়গায় খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য জমি চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ। ওএনজিসি সূত্রে খবর, প্রতিটি সাইটের জন্য গড়ে প্রায় পাঁচ একর জমি লিজ নেওয়া হবে। মাটির তলায় আড়াই হাজার থেকে ছ’ হাজার মিটারের মধ্যে তেল ও গ্যাসের ভাণ্ডারের বর্তমান অবস্থা যাচাই করে দেখবেন বিশেষজ্ঞরা। সব কিছু ঠিক থাকলে দ্রুত সংশ্লিষ্ট এলাকায় জমি অধিগ্রহণ করে বাণিজ্যিকভাবে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কাজ শুরু করে দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বরে অশোকনগরের বাইগাছিতে বাণিজ্যিকভাবে তেল ও গ্যাস উত্তোলনের সূচনা করেন কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তারপরেই রাজ্যজুড়ে তেল ও গ্যাসের সন্ধান শুরু করে ওএনজিসি। উত্তর ২৪ পরগনায় বাইগাছিকে কেন্দ্র করে একাধিক জায়গায় তেলের হদিশ মেলে৷ এর মধ্যে ভুরকুণ্ডা, দিগড়া মালিকবেড়িয়া ও বনগাঁর আকাইপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর এলাকায় জমি লিজ নেওয়া হয়৷ সেখানে খননের কাজও প্রায় শেষ। বর্তমানে দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত ও পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের দুটি জায়গায় জমি লিজ নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। 

Around The Web

Trending News

You May like