Aajbikel

আন্দোলন বন্ধের উদ্দেশ্যে এমন সার্কুলার! রাজ্যকে তোপ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের

 | 
নবান্ন

কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে হামেশাই বিতর্ক সৃষ্টি হয়। সাম্প্রতিক সময়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে কারণ যোগ্য চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে। এছাড়াও ডিএ নিয়ে ধর্না তো চলছেই। এবার রাজ্যের 'টিফিন সার্কুলার' নিয়েও ক্ষোভ সৃষ্টি হল। আর এই নিয়ে নিজেদের মত প্রকাশ করেছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। তাদের দাবি, তুঘলকি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 

টিফিনের সময় শুধু টিফিন করবেন শিক্ষক-শিক্ষা কর্মীগণ, এমনটাই জানিয়েছে প্রশাসন। আর এই নিয়েই যত বিরোধ। ঐক্য মঞ্চের দাবি, টিফিনের সময় শুধু টিফিন করলে মিড ডে মিল চলবে কি করে? বিদ্যালয়ের অনেক কাজ করতে হয় তাদের। সেগুলি তাহলে কি আর করা হবে না? এই প্রেক্ষিতে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীর বক্তব্য, তাদের আন্দোলনের রাস টানতে গিয়ে তুঘলকি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। শিক্ষা দফতরের এই অগণতান্ত্রিক সার্কুলারের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। 

শুধু এখানেই থামেননি তিনি। তাঁর আরও বক্তব্য, সরকার আসলে তাদের আন্দোলনকে ভয় পেয়েছে, তাই তাকে দমন করার উদ্দেশ্যে তারা এই সার্কুলার জারি করেছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া এবং আন্দোলনের মধ্য দিয়ে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে এই সংগঠন। 

Around The Web

Trending News

You May like