Aajbikel

লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের ফাইলকাণ্ডে নাম জড়ানো ইডি অফিসারের বদলি!

 | 
ইডি

কলকাতা: বেসরকারি সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডে তল্লাশির সময়ে ওই সংস্থারই কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করার অভিযোগ ওঠে৷ এই ঘটনার কেন্দ্রে উঠে আসে এক ইডি অফিসারের নাম৷ ইডি সূত্রে দাবি, ওই অফিসাররে গুয়াহাটিতে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি  ওই ঘটনার পরে একটি বিভাগীয় তদন্তও করা হয়েছে। তার পরেই ওই ইডি অফিসারকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়৷ যদিও সরকারি ভাবে এই বিষয়ে ইডি-র তরফে কোনও কিছু জানানো হয়নি।

প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে যোগসূত্র রয়েছে নিউ আলিপুরের লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার৷ সেই সূত্র ধরেই প্রায় কুড়ি ঘণ্টা ওই সংস্থায় তল্লাশি চালায় ইডি। পরে ওই সংস্থার এক কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায় লালবাজারে অভিযোগ করেন, তল্লাশির সময়ে বিনা অনুমতিতে সংস্থার একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করেন ইডি অফিসার। এই অভিযোগের প্রেক্ষিতে ইডি-র তরফে জানানো হয়, তল্লাশি চালানোর সময় তাদের এক অফিসার ওই সংস্থার একটি কম্পিউটারে মেয়ের কলেজের হস্টেলের খোঁজ করেছিলেন। সেই সময়ই কোনও ভাবে ওই কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড হয়ে যায়। যদিও দাবি, অনুমতিক্রমে এবং তল্লাশি সংক্রান্ত সমস্ত আইন মেনেই তিনি ওই কাজ করা করেছিলেন৷

সূত্রের খবর, লালবাজারের তরফে মেল করে জানানো হয়, ইডির কোনও এক অফিসারকে সশরীরে হাজির থেকে ওই ঘটনার ব্যাখ্যা দিতে হবে। তবে ইডির কোনও অফিসাই সশরীরে উপস্থিত হননি। ইডির দাবি ছিল, সমস্ত ব্যাখ্যা ই-মেলে জানানো হয়েছে। লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারের দু’টি হার্ডডিস্ক ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে। লালবাজারের গোয়েন্দারা চন্দনকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদও করেছেন।

Around The Web

Trending News

You May like