হওড়া: রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৪ তম জন্মতিথি। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে হাওড়ার বেলুড় রামকৃষ্ণ মঠে। ভোরে মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেদপাঠ ও স্তবগানের আয়োজন করা হয়। এরপর মঠ প্রাঙ্গণে উষা কীর্তন অনুষ্ঠিত হয়।
সভামণ্ডপে বেলুড় মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা রামকৃষ্ণ বন্দনায় অংশ নেন। দিনভর কথামৃত পাঠ ও ব্যাখ্যা, শ্যামা সংগীত, রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ পাঠ ও ব্যাখ্যা, ভক্তিগীতি এবং ভজনের আয়োজন করা হয়েছে। ভজনে শোনাবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী অনুপ জালোটা। বিকেলে অনুষ্ঠিত হবে ধর্মসভা। মন্দিরে সন্ধ্যারতির আয়োজন করা হয়েছে। সারদা সদাব্রত ভবনের তরফ থেকে ভক্তদের প্রসাদ বিতরণের বন্দোবস্ত করা হয়েছে। রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে ১০ থেকে ১৫ মার্চ বেলুড় মঠ প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরমধ্যে রয়েছে লীলাকীর্তন, ছৌ নাচ, ভক্ত সম্মেলন, যাত্রাভিনয়, বংশীবাদন সহ থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব উপলক্ষে ভোর থেকেই প্রচুর ভক্ত সমাগম হয়েছে বেলুড় মঠে।
হুগলির কামারপুকুরে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মিশন ও মঠের তরফে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ গ্রহণ করেছিলেন মিশন ও মঠের মহারাজরা। পাশাপাশি, পা মেলান এলাকার বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারা সহ স্থানীয়রা। সকাল সাড়ে সাতটায় শোভাযাত্রা বের হয়ে কামারপুকুর এলাকা প্রদক্ষিণ করে। সারাদিন পুজো পাঠ, ধর্মালোচনা সভা ছাড়াও দুপুরে কয়েক হাজার ভক্তবৃন্দে প্রসাদ ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়েছে।