‘খেলা হবে’ স্লোগানে তীব্র আপত্তি! জাকির হোসেনের বিরোধিতায় অস্বস্তিতে তৃণমূল

‘খেলা হবে’ স্লোগানে তীব্র আপত্তি! জাকির হোসেনের বিরোধিতায় অস্বস্তিতে তৃণমূল

কলকাতা: ভোটের আগে রাজনীতির আকাশে ‘খেলা হবে’র আস্ফালন৷ ‘খেলা হবে’ স্লোগানে তোলপাড় রাজ্য রাজনীতি৷ তাবড় তাবড় নেতারা ‘খেলা’র হুমকি দিয়েছেন৷ এমনকী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে ‘খেলা হবে’ স্লোগান৷ কিন্তু এই স্লোগানে আপত্তি রয়েছে তাঁর৷ সোশ্যাল মিডিয়া ‘খেলা হবে’ স্লোগানে আপত্তি জানিয়ে দলের অস্বস্তি বাড়ালেন হাবড়ার তৃণমূল নেতা জাকির হোসেন৷ 

বেশ কিছু দিন আগে দলের মধ্যে বেসুরো হয়েছিলেন তৃণলূল নেতা জাকির হোসেন৷ যাঁরা দল ছাড়ছেন, তাঁদের মুচলেখা দিতে হবে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তিনি৷ আরও একবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন হাবড়ার এই নেতা৷ খেলা হবে স্লোগানে ব্যক্তিগত ভাবে তাঁর আপত্তি রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি৷ তিনি স্পষ্ট জানিয়েছেন, এই স্লোগানের আড়ালে লুকিয়ে রয়েছে পেশি শক্তির আভাস৷ এই স্লোগান হিংসাকে আমন্ত্রণ জানাচ্ছে৷ এর ফলে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে৷ তাঁর কথায়, ভোট হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব৷ এই উৎসবে সবাই যাতে শান্তিপূর্ণ ভাবে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। আর সে কারণেই খেলা হবে স্লোগানে তীব্র আপত্তি রয়েছে তাঁর৷ কিন্তু তাঁর এই মন্তব্যে অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব৷  

সোশ্যাল মিডিয়ায় এই পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক৷ দলের সঙ্গে আলোচনা না করে মতভেদের বিষয়টি প্রকাশ্যে আনা নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ৷ এহেন মন্তব্য করার আগে দলে আলোচনা করা উচিত ছিল বলেই উল্লেখ করা হয়েছে৷ তাঁর আচরণে ক্ষুব্ধ দলীয় নেতৃত্ব৷ এই বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানানো হয়েছে৷ 

এদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, জাকির হোসেন একজন সৎ তৃণমূল কর্মী৷ উনি বিজেপি’তে কাজ করতে পারছেন না৷ উনি দল ছাড়তে চাইলে ওঁকে বিজেপি’তে স্বাগত৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − six =