শুভেন্দু-ফিরহাদকে ফের মেলাল হাই কোর্ট, শপথ গ্রহণ অনুষ্ঠানে আসন নিয়ে এক প্রস্ত ‘নাটক’!

শুভেন্দু-ফিরহাদকে ফের মেলাল হাই কোর্ট, শপথ গ্রহণ অনুষ্ঠানে আসন নিয়ে এক প্রস্ত ‘নাটক’!

 কলকাতা: কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের  শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে চরমে রাজনীতির নাটক৷ রাজনৈতিক নেতাদের বসার আসন নিয়ে তৈরি হল নাটকীয় মুহূর্ত।  অনুষ্ঠানে শুরুর কিছু ক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,  অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক এবং  চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে দেখা গেল ফিরহাদের ঠিক পাশের আসনেই বসে রয়েছেন শুভেন্দু। 

এদিন কলকাতা হাই কোর্টের ১ নম্বর কোর্ট রুমে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ এটাই প্রধান বিচারপতির এজলাস৷ সকাল সাড়ে ১০টার কিছু আগে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি রমন বোস৷ তিনিই প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান৷ এদিকে, পাশাপাশি আসনে বসা ফিরহাদ ও শুভেন্দু দু’জনের মুখ ছিল দু’দিকে৷ তারই মাঝে দু’এক বার  ফিরহাদের সঙ্গে কথা বলতে দেখা যায় শুভেন্দুকে। তারপরই নিজের মোবাইলে চোখ বোলাতে শুরু করেন বিরোধী দলনেতা৷ কিছুক্ষণ পর নিজের আসন বদলে নেন শুভেন্দু। ফিরহাদের পাশ থেকে  উঠে তিনি চলে যান  একেবারে বাঁ দিকে। সেই আসনের পিছনে আবার বসেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি এর পর সেখান থেকে উঠে ফিরহাদ, চন্দ্রিমা মলয়দের সঙ্গে একই সারিতে চলে আসেন।