সাড়ে ৬ ঘণ্টা পর ইডি অফিস ছাড়লেন নুসরত, সব জবাব দিয়েছেন বলে দাবি

সাড়ে ৬ ঘণ্টা পর ইডি অফিস ছাড়লেন নুসরত, সব জবাব দিয়েছেন বলে দাবি

nusrat jahan

কলকাতা: মঙ্গলবার সকাল ঠিক ১০টা বেজে ৪৮ মিনিটে ইডি দফতরে হাজিরা দিতে এসেছিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। সাংসদ অভিনেত্রীর বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। সেই প্রেক্ষিতেই ইডি তাঁকে তলব করে। সেই তলবে সাড়া দিয়ে সাড়ে ৬ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরিয়ে গেলেন তিনি। সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর এক বাক্যে দিয়েছেন নুসরত জাহান। 

এর আগে সাংবাদিক বৈঠক ডেকে প্রতারণাকাণ্ডে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। তবে তিনি তদন্তে সহযোগিতা করবেন বলেও জানিয়েছিলেন। সেই মতোই আজ ইডি দফতরে তাঁর হাজিরা। ইডি কী জানতে চাইল তাঁর কাছে? দফতর থেকে বেরনোর পর এমনটা জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে। কিন্তু এই প্রশ্ন কেন, বাকি অনেক প্রশ্নের জবাব নির্দিষ্ট করে তিনি দেননি। বরং এক বাক্যে তাঁর স্পষ্ট কথা, যা প্রশ্ন করা হয়েছিল, তার জবাব দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ফ্ল্যাট দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে নুসরতের বিরুদ্ধে। দাবি, প্রতারণার ঘটনায় যে সংস্থার নাম জড়িত, নুসরত এক সময় তার ডিরেক্টর পদে ছিলেন। ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে নিয়েছিল এই সংস্থা। কিন্তু না ফ্ল্যাট দেওয়া হয়েছে, না টাকা। সাংবাদিক বৈঠক ডেকে এমন অভিযোগ করে বঙ্গে আলোড়ন ফেলেছিলেন বিজেপি নেতা। তার পাল্টা জবাবও দিয়েছিলেন তৃণমূল সাংসদ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − three =