সেলফির চাপে মঞ্চ ভেঙে মাটিতে পড়লেন নুসরত জাহান

গোয়ালতোড়: প্রচারে বেরিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল প্রার্থী প্রার্থী নুসরত জানাহ৷ প্রচারে গিয়ে মঞ্চ ভেঙে পড়ে যান নুসরত-সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী৷ চোট বা বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷ বুধবার গোয়ালতোড়ের জোগারডাঙার ঘটনা৷ জানা গিয়েছে, এদিন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করতে যান অভিনেত্রী তথ্য তৃণমূল প্রার্থী নুসরত জানাহ৷ জোগারডাঙার মাঠে সভায় ছিল নুসরতের৷ কিন্তু,

সেলফির চাপে মঞ্চ ভেঙে মাটিতে পড়লেন নুসরত জাহান

গোয়ালতোড়: প্রচারে বেরিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল প্রার্থী প্রার্থী নুসরত জানাহ৷ প্রচারে গিয়ে মঞ্চ ভেঙে পড়ে যান নুসরত-সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী৷ চোট বা বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷ বুধবার গোয়ালতোড়ের জোগারডাঙার ঘটনা৷

জানা গিয়েছে, এদিন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করতে যান অভিনেত্রী তথ্য তৃণমূল প্রার্থী নুসরত জানাহ৷ জোগারডাঙার মাঠে সভায় ছিল নুসরতের৷ কিন্তু, অশক্ত মঞ্চে প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক ওঠে পড়েন৷ আর তাতেই ঘটে বিপত্তি৷ তৃণমূল নেতা-কর্মীদের চাপে আচমকাই ভেঙে পড়ে সভামঞ্চ৷ নুসরত-সহ অনেকেই পড়ে যান৷ মঞ্চের উচ্চতা কম থাকায় কেউ আহত হননি৷ সুস্থ আছেন অভিনেত্রী প্রার্থী নুসরত জানাহ৷

এদিন তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‘ওখানে অনেকে ছবি তুলতে চাইছিলেন৷ অনেকে মঞ্চে উঠে পড়েন৷ আর সেই কারণে মঞ্চ ভেঙে যায়৷ আমি বা দলের কোউ আহত হননি৷’’

২০০৪ সালের ৯ অগস্ট ‘ভারত ছাড়ো আন্দোলন দিবস’ উপলক্ষে যাত্রা ময়দানে সিপিএমের ‘অপশাসনে’র বিরুদ্ধে মমতার জনসভার আয়োজন করা হয়েছিল। সভা চলাকালীন মঞ্চ ভেঙে জখম হয়েছিলেন তৃণমূল নেত্রী। জখম হয়েছিলেন দলের কয়েকজন নেতা-কর্মী ও সভায় আসা লোকজনও। ওই ঘটনার পুলিশের রিপোর্ট ছিল, মঞ্চে অনেক নেতা-কর্মী উঠে যাওয়ায় ও সভা চলাকালীন প্রবল বৃষ্টি শুরু হওয়ায় মাটি নরম হয়ে গিয়ে মঞ্চ ভেঙে পড়েছিল। যদিও সে সময়ে এর পিছনে সিপিএম ও পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিল তৃণমূল। ২০০৪ সালের পরে মমতা আর যাত্রা ময়দানে সভা করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 8 =