কলকাতা: যে সংস্থার ডিরেক্টর ছিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান, সেই সংস্থা ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেকের থেকে টাকা নিয়েছিল কিন্তু ফ্ল্যাট দেয়নি। এই প্রেক্ষিতেই নুসরতের বিরুদ্ধে ২৪ কোটি টাকার প্রতারণার অভিযোগ করেছে বিজেপি। তা নিয়ে আজ সাংবাদিক বৈঠকে একপ্রস্ত জবাব দেন অভিনেত্রী। স্পষ্ট জানান, তিনি ৩০০ শতাংশ চ্যালেঞ্জ করে বলতে পারেন যে কোনও দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন। বরং ঋণের টাকা সুদসমেত ফেরত দিয়েছেন তিনি। কিন্তু বিজেপি আবার তাঁর বিরুদ্ধে বড় অভিযোগ আনল। নুসরতের সাংবাদিক বৈঠক শেষ হতে না হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা।
নুসরত সাংবাদিক বৈঠকে যে দাবি করেছেন তাকে নস্যাৎ করেন তিনি বিজেপি নেতা পাল্টা বলেন, প্রতারণার টাকা সাইফন হয়েছে। দফায় দফায় টাকা নিয়েছেন নুসরত জাহান! শঙ্কুদেবের আরও দাবি, যে টাকা নুসরত নিয়েছিলেন তা দিয়েই ফ্ল্যাট কিনেছেন তিনি। এমনকি চেক নম্বর দিয়ে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন বিজেপির এই নেতা। একই সঙ্গে তাঁর অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধেও। বিজেপি নেতার কথায়, অভিযোগকারীরা যখন প্রতারণার শিকার হয়ে পুলিশে অভিযোগ জানাতে যান তখন পুলিশ অভিযোগ নেয়নি। তৃণমূল সাংসদের নাম দেখেই হয়তো এই কাজ করেছেন তারা। তাই এখন নুসরত জাহানকে গ্রেফতারের দাবি তুলছে বিজেপি।
বসিরহাটের তৃণমূল সাংসদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে এদিন তিনি স্পষ্ট বলেন, তিনি দুর্নীতিতে যুক্ত নন এবং এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। নুসরত জানান, ১ কোটি ১৬ লক্ষ টাকার কিছু বেশি ঋণ নিয়ে তিনি বাড়ি কিনেছিলেন। যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তাদের থেকে ঋণ নেন। কিন্তু সেই ঋণ ২০১৭ সালেই সুদসমেত ফেরত দিয়ে দিয়েছেন তিনি। এমনকি তাঁর কাছে ব্যাঙ্কের নথিও আছে।