স্বাস্থ্যসাথীর সুবিধা না দিলে বাতিল হবে নার্সিংহোমের বৈধতা: মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যসাথীর সুবিধা না দিলে বাতিল হবে নার্সিংহোমের বৈধতা: মুখ্যমন্ত্রী

2686c36c4a4f3bfdb51ccc7207847ac7

দুর্গাপুর: রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী ফেরানো যাবে না বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যে হাসপাতাল রোগীদের ফিরিয়ে দেবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷ প্রয়োজনে হাসপাতালে লাইসেন্স বাতিল করা হবে বলেও চরম হুংকার দিয়ে রেখেছেন মমতা৷ দুর্গাপুরের প্রশাসনিক সভা থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে মানবিক হওয়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘কিছু নার্সিংহোম আছে, স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে যাওয়া সত্ত্বেও তারা পরিষেবা দিচ্ছে না৷ এইরকম যদি কেউ দেখেন, গরিবলোক স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেল, কিন্তু সেই হাসপাতাল ফিরিয়ে দিল, সঙ্গে সঙ্গে থানার আইসির কাছে একটা ডায়েরি করবেন৷ এবং থানার আইসি তথ্য সঙ্গে সঙ্গে জেলাশাসককে দেবেন৷ বিডিও অফিসে কমপ্লেন করতে পারেন৷ জেলাশাসক বিষয়টি নিয়ে সিএমওএইচের কাছে বিষয়টি জানাবে৷ আর তারপর তারা আমাদের কাছে ইনফরমেশন পাঠাবেন৷’’

মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘‘যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাভুক্ত, তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে, এমন সমস্ত নার্সিংহোমগুলির লাইসেন্স প্রয়োজনে বাতিল করব৷ তাদের মনে রাখতে হবে, গভমেন্টের লাইসেন্স নিয়ে তাদের হাসপাতালগুলি চলে হয়৷ আরে আমরা তো টাকা দিচ্ছি, বিনা পয়সায় করছি না৷ আমি সরকার থেকে টাকা দিচ্ছি৷ আমরা ইন্সুরেন্স কভারেজ করেছি৷ আমরা যে স্বাস্থ্যসাথী বিনা পয়সায়, দয়া করে দিচ্ছি তা নয়৷ নার্সিংহোম এমনিতেই একটা কোটা ছিল গরিবদের চিকিৎসা পরিষেবা দেওয়া৷ সেটা দিচ্ছে না৷ উপরন্তু স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি, টাকার খরচা হয়েছে৷ সেই টাকা দেওয়ার পরেও তুমি রোগীদের ফিরিয়ে দেবে? এই অনধিকারচর্চা যেন না হয়৷ আমরা খুব সৎ৷ আমরা খুব মানবিক৷ সরকারি-বেসরকারি হাসপাতাল, সবাইকে আমি বলব, সবাইকে মানবিক হতে হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *