পরিবারের সঙ্গে আধঘণ্টা আগে কথা, রাতেই মৃত্যু নার্সিং ছাত্রীর! চাঞ্চল্য

পরিবারের সঙ্গে আধঘণ্টা আগে কথা, রাতেই মৃত্যু নার্সিং ছাত্রীর! চাঞ্চল্য

nursing

বোলপুর: আবার এক পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বাংলায়। যাদবপুরের ঘটনার রেশ এখনও কাটেনি, এবার বোলপুর শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় রহস্য। জানা গিয়েছে, রাতের ডিনার করার পর তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন, তারপরই কাউকে কিছু বুঝে উঠতে দেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন। এই ঘটনায় চরম শোকাহত পরিবার ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করছে। 

মৃত ছাত্রী নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়া বলে জানা গিয়েছে। হস্টেল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ডিনারে মাংস-ভাত খেয়েছিলেন তিনি। তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বাকি পড়ুয়ারা দ্রুত চিকিৎসক ডাকে এবং হস্টেল কর্তৃপক্ষকে খবর দেয়। চিকিৎসক দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তখন তাঁর রুমমেটরা তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আকস্মিক এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে গিয়েছে সকলে। কী ভাবে এমন ঘটনা ঘটতে পারে, তা নিয়ে এখন আলোচনা। এদিকে মৃতের পরিবারের দাবি, এই ঘটনা স্বাভাবিক নয়। দ্রুত থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন মৃত ছাত্রীর বাবা।

পরিবারের তরফে এও বলা হয়েছে, মৃত্যুর আধ ঘণ্টা আগে বাড়িতে ফোন করে মায়ের সঙ্গে কথাও বলেছিলেন ওই ছাত্রী। তখন মেয়ের মধ্যে কোনও অস্বাভাবিক ব্যবহার নজরে আসেনি মার। তার ঠিক আধ ঘণ্টা বাদে এমন ঘটনা কী ভাবে ঘটে, তার কূলকিনারা পাচ্ছেন না তিনি। ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তারা।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 8 =