‘অঙ্কের হিসেবই বলছে বিজেপি আর ফিরছে না’

দাঁতন: বিজেপির অন্দরের হিসেব তৃণমূল নেত্রীর হাতে। ভোট প্রচারে এবার এমনই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই হিসেবেই কেন্দ্রে বিজেপি ফিরবে না বলে দাবি করলেন তৃণমূল নেত্রী। জঙ্গলমহলে তিন সভায় বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা। পাশাপাশি, জানিয়ে দিলেন, তাঁর সরকারই জঙ্গলমহলে শান্তি ফিরিয়েছে। ভোটপ্রচারে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সভাটি করেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। মঞ্চে বলতে শুরু করলে

‘অঙ্কের হিসেবই বলছে বিজেপি আর ফিরছে না’

দাঁতন: বিজেপির অন্দরের হিসেব তৃণমূল নেত্রীর হাতে। ভোট প্রচারে এবার এমনই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই হিসেবেই কেন্দ্রে বিজেপি ফিরবে না বলে দাবি করলেন তৃণমূল নেত্রী। জঙ্গলমহলে তিন সভায় বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা। পাশাপাশি, জানিয়ে দিলেন, তাঁর সরকারই জঙ্গলমহলে শান্তি ফিরিয়েছে। ভোটপ্রচারে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সভাটি করেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। মঞ্চে বলতে শুরু করলে মমতার চৌকিদার স্লোগানেই সভা সরগরম হয়ে ওঠে। এই আবহেই তিনি দাবি করেন, এবারে কেন্দ্রে বিজেপি সরকার গড়তে পারবে না।

এমনকী মঞ্চে তৃণমূল নেত্রীর দাবি, বিজেপির ভিতরের খবর রয়েছে তাঁর কাছে। দেড়শো আসনের বেশি পাবে না বিজেপি। বেশিরভাগ রাজ্যেই বিজেপির ফল খারাপ হবে। দাঁতনের সভাস্থল কেশিয়াড়ি বিধানসভা অঞ্চলের মধ্যে পড়ে। পঞ্চায়েত ভোটে এখানে বিজেপির ফল ভাল হয়েছিল। ড্যামেজ কন্ট্রোল করতে মমতা সরাসরি তৃণমূলকে ভোট দেওয়ার দাবি জানান। প্রশ্ন তোলেন, পাঁচ বছরে কী করেছে মোদী?

সেখান থেকে চপারে চলে যান পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে। এখানেও বিজেপি ও সিপিএমকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, মাওবাদী মোকাবিলায় ব্যর্থ বিজেপি সরকার। কিন্তু রাজ্যে তাঁর সরকার জঙ্গলমহলে শান্তি ফিরিয়েছে। জঙ্গলমহলে মাওবাদীদের অস্ত্রের ঝলকানি নেই।এরপর ঝাড়গ্রামের বেলপাহাড়িতে প্রচারে যান তৃণমূল সুপ্রিমো। এখানেও হাতছাড়া ভোট ব্যাঙ্ক ফেরাতে মরিয়া মমতা। তিনি বলেন, কেউ খারাপ কাজ করলে ব্যবস্থা নেওয়া হয়। এখানে টেনে আনেন জ্ঞানেশ্বরী দুর্ঘটনার কথাও।

মমতার দাবি, জ্ঞানেশ্বরী দুর্ঘটনা পরিকল্পিত। পঞ্চায়েত ভোটের সময় যাঁরা বিমুখ হয়েছিলেন তাঁদেরই ফের ফিরে আসার আহ্বান জানালেন মমতা। পাশাপাশি, বিজেপিকে আক্রমণ করে কেন্দ্রে সরকার গঠনে তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু জঙ্গলমহলের হাওয়া কোনদিকে ফল বেরোনোর পরই তা জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *