এনআরএস কুকুরছানা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২ নার্সিং ছাত্রী, পাল্টা কর্মবিরতির হুঁশিয়ারি

কলকাতা: এনআরএস হাসপাতালে কুকুর শাবকদের পিটিয়ে হত্যা করার অভিযোগে দুই নার্সিং ছাত্রীকে গ্রেপ্তার করল পুলিশ৷ দুই নার্সিং পড়ুয়ার গ্রেপ্তারির প্রতিবাদে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছেন নার্স সংগঠনের৷ আগামী তিন দিনের মধ্যে সমস্যা সমাধান না হলে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে৷ আজ, এই মর্মে সুপারের দেখা করে হুঁশিয়ারি দেন নার্সিং সংগঠনের প্রতিনিধিরা৷ অন্যদিকে, কুকুর শাবক হত্যাকাণ্ডে দুই নার্সিং

এনআরএস কুকুরছানা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২ নার্সিং ছাত্রী, পাল্টা কর্মবিরতির হুঁশিয়ারি

কলকাতা: এনআরএস হাসপাতালে কুকুর শাবকদের পিটিয়ে হত্যা করার অভিযোগে দুই নার্সিং ছাত্রীকে গ্রেপ্তার করল পুলিশ৷ দুই নার্সিং পড়ুয়ার গ্রেপ্তারির প্রতিবাদে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছেন নার্স সংগঠনের৷ আগামী তিন দিনের মধ্যে সমস্যা সমাধান না হলে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে৷ আজ, এই মর্মে সুপারের দেখা করে হুঁশিয়ারি দেন নার্সিং সংগঠনের প্রতিনিধিরা৷

অন্যদিকে, কুকুর শাবক হত্যাকাণ্ডে দুই নার্সিং পড়ুয়াকে দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ৷ এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ৷ এই ঘটনার পরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে উঠেছে তীব্র প্রতিবাদ। পশু প্রেমীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। মঙ্গলবার সকালে এন্টালি থানার সামনে বিক্ষোভ দেখায় একদল পশুপ্রেমী। দোষীদের শাস্তির দাবিতে এদিন পথও অবরোধ করেন তাঁরা। পরে পুলিশ এসে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা৷ অভিযুক্তদের পাশাপাশি এদিন পশু প্রেমীরা যারা ভিডিও তুলেছেন তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন৷ কুকুর ছানাদের বাঁচাতে কেন তারা উদ্যোগী হলেননা সেই বিষয় নিয়েও প্রতিবাদ জানান তাঁরা৷ তাদের বিরুদ্ধেও তদন্তের দাবি তোলেন পশু প্রেমীরা৷

এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের পার্কিং লটে ১৬টি কুকুরছানাকে মারধর করে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে৷ সোমবার বেলগাছিয়ার প্রাণিসম্পদ বিভাগের মর্গে ওই কুকুরগুলির ময়নাতদন্ত হয়৷ তাতেই উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য৷ পুলিশ ও প্রাণিসম্পদ দপ্তর সূত্রের খবর, ১৬টির মধ্যে ১০টি কুকুরছানার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পেয়েছেন ময়নাতদন্তকারীরা৷ পাঁজরেও ব্যাপক মারধর করার চিহ্ন রয়েছে৷ বাকি ছ’টি কুকুরছানার যকৃৎ, পাকস্থলী সহ একাধিক অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক আঘাত রয়েছে৷ আঘাতের প্রকৃতি থেকে মনে হয়েছে, কোনও কিছু দিয়ে সম্ভবত পিটিয়ে মারা হয়েছে তাদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 8 =