আলিপুরদুয়ার: উত্তরবঙ্গে নির্বাচনী সফরে এসেই বিজেপি সভাপতি অমিত শাহ অনুপ্রবেশ রোখার নাম করে ফের খুঁচিয়ে তুললেন জাতীয় নাগরিকপঞ্জিকরণ (এনআরসি) বিতর্ক। ক্ষমতায় এলে এরাজ্যেও নাগরিকপঞ্জি চালু করার হুঙ্কার দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শুক্রবার অসম সীমান্তবর্তী জেলা আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড ময়দানে দলীয় প্রার্থী জন বারলার সমর্থনে নির্বাচনী জনসভাতে তিনি নাগরিকপঞ্জি চালুর তাসকে মমতার বিরুদ্ধে নির্বাচনী অস্ত্র হিসাবে ব্যবহার করেন। এদিকে গেরুয়া শিবিরের এই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্যোপাধ্যায়।
‘বাংলায় এনআরসি হবেই’,মমতার দুর্গে ঘোষণা অমিতের
আলিপুরদুয়ার: উত্তরবঙ্গে নির্বাচনী সফরে এসেই বিজেপি সভাপতি অমিত শাহ অনুপ্রবেশ রোখার নাম করে ফের খুঁচিয়ে তুললেন জাতীয় নাগরিকপঞ্জিকরণ (এনআরসি) বিতর্ক। ক্ষমতায় এলে এরাজ্যেও নাগরিকপঞ্জি চালু করার হুঙ্কার দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শুক্রবার অসম সীমান্তবর্তী জেলা আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড ময়দানে দলীয় প্রার্থী জন বারলার সমর্থনে নির্বাচনী জনসভাতে তিনি নাগরিকপঞ্জি চালুর তাসকে মমতার বিরুদ্ধে নির্বাচনী