এবার নবান্নের নিরাপত্তায় আসছে লাদেনকে চেনানো সেই মার্কিন কুকুর

এবার নবান্নের নিরাপত্তায় আসছে লাদেনকে চেনানো সেই মার্কিন কুকুর

da5454cfbd1706c9eca1e9378202bb70

কলকাতা: আল-কায়দা সুপ্রিমো ওসামা বিন লাদেন, আইএস প্রধান আবু বকর বাগদাদিকে ধরতে সাহায্য করেছে এই প্রজাতির কুকুর৷ পাঠানকোট জঙ্গি হামলায় লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজতে সাহায্য করেছিল বিশেষ প্রশিক্ষিত কুকুর৷ সেই বেলজিয়ান মালিনয়েজ ওরফে মালিনওয়াঁ প্রজাতির কুকুর এবার থেকে সাহায্য করবে কলকাতা পুলিশকে৷ কলকাতা পুলিশ সূত্রের খবর, কলকাতায় যে কোনও জঙ্গি হামলা রুখতে এই প্রজাতির সারমেয়কে দেখা যাবে৷ মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার মালিনওয়াঁ প্রজাতির কুকুরকে দেখা যায়৷

অপরাধীদের খুঁজে বের করার ক্ষেত্রে মালিনওয়াঁ প্রজাতির কুকুরের তুলনা হয় না৷ বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গে স্পেশালাইজেশন ডগ স্কোয়ার তৈরির করার পরিকল্পনা করা হচ্ছে৷ যদিও কলকাতা পুলিশের একটা ডগ স্কোয়ার রয়েছে৷ তবে মূলত সন্ত্রাসবাদীদের কার্যকলাপ রক্ষা করা ও নিরাপত্তার জন্য স্পেশালাইজেশন ডগ স্কোয়ার ডগ স্কোয়ার তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, ইতিমধ্যে স্পেশালাইজেশন ডগ স্কোয়ার তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে৷ ইতিমধ্যে স্পেশালাইজেশন ডগ স্কোয়ারে হায়দরাবাদের একটি কেনেল থেকে ১০টি জার্মান শেপার্ড এবং দুটি ল্যাব্রাডার আনা হয়েছে বলে জানা গিয়েছে৷

কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জঙ্গি দমনে মালিনওয়াঁ প্রজাতির কুকুর সর্বশ্রেষ্ঠ৷ বিশ্বের প্রথম সারির কুকুরের মধ্যে মালিনওয়াঁ প্রজাতির কুকুর অন্যতম৷ দেশের সিআরপিএফ ও আইটিবিপি এই প্রজাতির কুকুর ব্যবহার করে৷ কলকাতা পুলিশ, রাজ্যের নিরাপত্তার স্বার্থে সেই প্রজাতির কুকুরকে আনতে চাইছে৷

কলকাতা পুলিশ সূত্রের খবর, প্রাথমিকভাবে এই প্রজাতির ১৮টি কুকুর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে৷ কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, স্পেশালাইজেশন ডগ স্কোয়ার পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হলে ভারতের যে কোনও কমিশনারেটের থেকে উন্নত হয়ে উঠবে কলকাতা৷  পুলিশ আধিকারিরকরা জানিয়েছেন, এই স্পেশালাইজেশন ডগ স্কোয়ারের জন্য ইতিমধ্যে ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ তবে বিভিন্ন উন্নত মানের প্রজাতি কেনার পর কুকুরদের প্রশিক্ষণ দিতে এক বছরের মতো সময় লাগবে৷ সব ঠিকঠাক থাকলে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীতে থাকা বিশেষ প্রজাতির কুকুরকে এবার দেখা যাবে নবান্নের প্রহরায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *